এও এক নববর্ষ। সোমবার পুরুলিয়ার বিভিন্ন গ্রামে কৃষি কেন্দ্রিক নববর্ষের নানা অনুষ্ঠান পালিত হয়েছে। বঙ্গাব্দ, শকাব্দ ইত্যাদি নানা ক্যলেন্ডার থাকলেও কোথাও কৃষি ভিত্তিক ক্যালেন্ডার নেই। লোকগবেষদের মতে, পুরুলিয়া তথা সাবেক মানভূম জেলার বিভিন্ন গ্রামে নানা প্রথার মধ্যে কৃষি কেন্দ্রিক বর্ষ পালনের ইঙ্গিত রয়েছে।
কি ধরনের রীতি? ১ মাঘ চাষিরা নিজের জমিতে আড়াই পাক নাঙল ঘোরাবেন। এ দিয়ে জমিতে চাষ করার আনুষ্ঠানিক পর্ব শুরু হল। বিভিন্ন পেশায় নিযুক্ত ধবা, ডোম গৃহস্থের বাড়ি আসেন। সারা বছর তারা গৃহস্থের প্রয়োজন অনুযায়ী পরিষেবা দেবেন। এ জন্য নির্দিষ্ট পরিমান ধানের বিনিময়ে তাঁদের সঙ্গে চুক্তি করা হয়। যাঁরা গরু-বাছুর দেখবেন ধান ছাড়াও, তাঁরা নতুন পোশাক পান।
প্রবাদ আছে, ১ মাঘ বাড়ির বাইরে গেলে সেই মানুষ আর বাড়ি ফেরেন না। এই কারণে এ দিন কেউ বিদেশ যাত্রা করেন না। লোকগবেষকদের কথায়, এ দিন একটু ভালো খাওয়া দাওয়া, নতুন পোশাক পরা, ভালো আচরণ করলে সারা বছর ভাল যায় বলে বাসিন্দাদের বিশ্বাস। পুরুলিয়ার বিভিন্ন গ্রামে এ দিন গ্রাম দেবতার পুজো হয়েছে। লোকগবেষক ক্ষীরোদ মাহাতোর কথায়, “প্রাচীকালে জঙ্গল কেটে গ্রাম পত্তন হয়েছিল। বসতি গড়ার আগে গ্রাম দেবতার পুজো দেওয়া হত। সেই রীতি এখনো চলছে।” |