সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে বাসন্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সোমবার বেলা ১০ টা নাগাদ শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসব শুরু হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা, স্কুলের প্রাক্তনী সহ সর্বস্তরের শিক্ষাকর্মীরা শোভযাত্রায় যোগ দেন। উৎসবের দিনগুলিকে বিভিন্ন মনীষীদের নামে চিহ্নিত করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, আতসবাজি প্রদর্শনী।
|
ম্যাটাডরের ধাক্কায় মারা গেলেন সাইকেল আরোহী। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তেঁতুলিয়া সেতু এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জন্মজেয় রায় (৩৩)। তাঁর বাড়ি স্থানীয় হরিশপুর গ্রামে। তিনি বাদুড়িয়ার খাসপুরে একটি ইটভাটার শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৬টা নাগাদ সাইকেলে করে তিনি ভাটায় কাজে যাচ্ছিলেন। তুঁতুলিয়া সেতুতে ওঠার সময় উল্টোদিক থেকে আসা একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন জন্মজেয়বাবু। ম্যাটাডরের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। গাড়ির চালক পালিয়ে যায়।
|
সিটু ও আইএসটিইউসি-র সঙ্গে তৃণমূলের গণ্ডগোলের জেরে ব্যাহত হল কারখানার উৎপাদন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরদগনার জগদ্দলের এক্সাইড কারখানায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে গণ্ডগোল মিটে যায়। পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কারখানার গেটের সামনে আইএসটিইউসি এবং সিটুর ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস এবং সিটুর কর্মীরা কারখানায় কাজ বন্ধ করে দেন। যদিও তৃণমূল সমর্থিত ইউনিয়নের শ্রমিকেরা কাজ করেছেন। সিটু এবং আইএনটিইউসি শ্রমিক সংগঠনের দুই নেতা সমীর কাঞ্জিলাল ও বিপুল ঘোষালের দাবি, “এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা জোর করে তাদের দু’টি ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেয়।” যদিও কারখানার তৃণমূল শ্রমিক নেতা ত্রিগুণি মুখোপাধ্যায় দাবি করেন, “সিটু এবং আইএনটিইউসি মিথ্যা কথা বলছে। আমরা কোথাও তালা লাগাইনি।’’ যদিও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ইউনিয়ন অফিসের তালা খুলে দেয়। বিষয়টি নিয়ে কারখানার জেনারেল ম্যানেজার সুব্রত সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য রতে রাজি হননি।
|
শুরু হল সুন্দরবন কৃষি ও স্বনির্ভর মেলা। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। সোমবার বাসন্তী ব্লকের জনপ্রিয় নগরের ধুঁড়ি হাইস্কুল মাঠে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজন করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
|
১০টি বোমা-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সইদুল সেখ। তার বাড়ি ডায়মন্ড হারবারের কবিরা গ্রামে। সোমবার বিকেলে ডায়মন্ড হারবার আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় সইদুল জানিয়েছে, বোমাগুলি স্থানীয় পারুলিয়া গ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। ধৃত সইদুলকে আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে।
|
প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস পরিচালিত নিউ বাণী সঙ্ঘের ছাত্রদের উৎসাহ দিতে রবিবার এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল বসিরহাটে। খেলায় অতীত ও বর্তমানের ফুটবলার-সহ বেশ কয়েকজন টিভি, চলচ্চিত্রশিল্পী অংশ নিয়েছিলেন। কলকাতা একাদশ ও বসিরহাট একাদশ নামে দু’টি দল গনে খেলা হয়। মাঠভর্তি দর্শকের সামনে খেলা নির্ধারিত সময়ে ৩-৩ গোলে অমীমাংসিত থাকে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৮-৭ গোলে বসিরহাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা একাদশ। ফুটবলারদের মধ্যে মাঠে নেমেছিলেন মিহির বসু, মহম্মদ হাবিব, দীপেন্দু বিশ্বাস, অলোক দাস, নাজিমুল হক, হাবিবুর রহমান। শিল্পীদের মধ্যে ছিলেন দেবেশ রায়চৌধুরী, সান্তনা বসু, অর্পণ, প্রিয়ম প্রমুখ।
|
আজ, মঙ্গলবার থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুরু হচ্ছে শ্রীরামকৃষ্ণ মেলা। শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের দর্শন এবং সর্বধর্ম নিয়ে আলোচনাচক্র থাকছে সেখানে। পাশাপাশি থাকছে মেলার বিশেষ আকর্ষণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বার্ষিক প্রদর্শনী এবং ভেষজ উদ্ভিদ পরিচয় নিয়ে কর্মশালা। ছ’দিনের এই মেলায় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠন তাদের স্টল সাজাচ্ছে। মেলা চলবে আগামী রবিবার ২২ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বেরোবে প্রভাতফেরি, দুপুরে মেলা-প্রাঙ্গণে হবে নরনারায়ণ সেবা। |