রেশন কার্ডের জন্য বিধায়ক, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধানদের সই জাল করে আবেদনপত্র জমা পড়ছে বসিরহাট মহকুমা খাদ্য দফতরে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। পুরপ্রধানের সই পরীক্ষা করার জন্য বসিরহাট পুরসভা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বেশ কয়েকটি আবেদনপত্র।
মহকুমা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রেশনকার্ডের জন্য বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আসা আবেদনপত্রে থাকা বিশিষ্ট ব্যক্তিদের সইগুলি অনেক ক্ষেত্রেই জাল। সন্দেহ হওয়ায় আবেদনপত্রে থাকা সই পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। সোমবার তেমনই কয়েকটি সন্দেহজনক আবেদনপত্র নিয়ে খাদ্য দফতরের ২ কর্মী অসীম বিশ্বাস এবং মহম্মদ আবদুল্লা মোল্লা পুরপ্রধানের কাছে আসেন। সই দেখে পুরপ্রধান সহ উপস্থিত সকলেরই সন্দেহ হয়। খাদ্য দফতরের অভিযোগ, একটি চক্র জাল-সই সহ জন্মমৃত্যুর প্রমাণপত্র দিচ্ছে।
বসিরহাট পুরসভার চেয়্যারম্যান কৃষ্ণা মজুমদার বলেন, “খাদ্য দফতর থেকে আমাদের কাছে পাঠানো বেশ কয়েকটি আবেদনপত্রে প্রাক্তন পুরপ্রধান তথা বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের সই আছে। প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে ওই সই নকল। কয়েকটি আবেদনপত্রে এই পুরসভার প্রাক্তন আরেক পুরপ্রধান হরিনারায়ণ ঘোষের সই দেখেও মনে হচ্ছে সেটি জাল। এই ভাবে বিশিষ্ট ব্যক্তিদের সই জাল করা চিন্তার বিষয়। অবিলম্বে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।”
এই অবস্থায় পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে খাদ্য দফতর। মহকুমা খাদ্য দফতরের আধিকারিক অরবিন্দ সরকার বলেন, “বেশ কয়েকটি আবেদন পত্রে বিধায়ক, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধানের সই দেখে মনে হচ্ছে সেগুলি নকল। পরীক্ষার জন্য সেগুলি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর এমন অপরাধ বন্ধ করার জন্য পুলিশের কাছে আবেদনকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হয়েছে।” |