বারাবনির সংঘর্ষে ধৃত ১৬, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বচসা থেকে মারামারির ঘটনার পরে সোমবারও বারাবনির কাপিষ্ঠা মোড় এলাকার পরিস্থিতি ছিল থমথমে। রবিবার ওই সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এ দিন দোকানপাট বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় পুলিশি টহল চলছে। রাতভর অভিযান চালিয়ে পুলিশ ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। কিন্তু ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার বারাবনি থানায় বিক্ষোভ দেখান। |
|
কাপিষ্ঠা মোড়ে বাসিন্দাদের জমায়েত। —নিজস্ব চিত্র। |
রবিবার বিকেলে চড়ুইভাতি সেরে বাড়ি ফেরার সময়ে মদনপুর এলাকায় কিছু যুবকের সঙ্গে কাপিষ্টা মোড় অঞ্চলের কয়েক জনের বচসা বাধে। এলাকার মানুষজন তখন দু’পক্ষকে নিরস্ত করে বাড়ি পাঠান। পরে মদনপুরের যুবকেরা দলবল নিয়ে কাপিষ্টা মোড় এলাকায় ফিরে আসে। এলাকার বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়। বেশ কয়েক জন জখম হন। কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। এক ডজনেরও বেশি মোটরবাইক ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সোমবার সকাল থেকেই কাপিষ্টা মোড়ে স্থানীয় বাসিন্দাদের জটলা দেখা গিয়েছে। ব্যবসায়ীরা দোকানপাট খোলেননি। আগের দিনের ঘটনা নিয়ে এ দিনও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁদের। এলাকার মহিলারা অভিযোগ করেন, ঘটনার সময়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মথুরা কর্মকার জানান, তাঁরা প্রায় ৩২ জনের নামে থানায় অভিযোগ করেছেন। কয়েক জন গ্রেফতার হলেও শেখ আকু নামে এই ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ এখনও ধরেনি। আসানসোলের এসিপি অঞ্জলি আহুজা জানান, সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট ১৬ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। |
|