টুকরো খবর
বাসে ট্রাকের ধাক্কা, মৃত দুই
ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে গেলে মৃত্যু হল দুই আরোহীর। ওই ঘটনায় আরও ৫ বাস যাত্রী জখম হন। বুধবার ভোরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছের মন্ডলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। জখমদের মধ্যে ৩ জনকে স্থানীয় হাসপতালে এবং বাকি দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত দু’জনের পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু যাত্রী নিয়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি শিলিগুড়ি থেকে রওনা দিয়ে কলকাতায় যাচ্ছিল। চোপড়ার কালাগছ মোড়ের মন্ডলপাড়া এলাকায় অসমাপ্ত ফ্লাইওভারের কাছে প্রচন্ড গতিতে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। তখনই বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এলাকার বাসিন্দারাই বাসের যাত্রীদের উদ্ধার করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরে স্থানীয় লোকেরা প্রায় দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দা সুমন পাল, নিরঞ্জন পালদের বক্তব্য, “এই এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল হওয়ায় প্রায়ই দূর্ঘটনা হয়। ব্লক প্রশাসন এর আগেও বহু প্রতিশ্রুতি দিলেও কাজ কিছুই হয়নি। ফ্লাইওভার কেন অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে সেটাও স্পষ্ট নয়।” মহকুমাশাসক পার্থ ঘোষ জানান, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পুলিশের অপমৃত্যু
এক পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মৃতের নাম মৃত্যুঞ্জয় কুমার ঝাঁ (৫৬)। থানা চত্বরের ক্যান্টিন থেকে ওই পুলিশ অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি মালদহের মানিকচক থানার ধরমপুর এলাকায়। গত দেড়বছর ধরে তিনি কালিয়াগঞ্জ থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি তাঁর স্ত্রী তন্দ্রাদেবীকে নিয়ে থানাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাঁদের সন্তান ছিল না।

পাঁচ জেলায় মহিলা লাইব্রেরি করবে রাজ্য
রাজ্যের ৫ জেলায় কেবল মহিলাদের জন্য মহিলা পরিচালিত লাইব্রেরি তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী কোচবিহারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ওই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “গ্রামে অনেক মহিলা পুরুষ পরিচালিত লাইব্রেরিতে যেতে চান না। তাঁদের জন্য মহিলা কর্মীদের দিয়ে পরিচালিত ৫ টি মডেল লাইব্রেরির কথা ভাবা হচ্ছে। কোন জেলায় তা করা হবে সেটা শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে।”এমন লাইব্রেরি সফল হলে ওই সংখ্যা ভবিষ্যতে বাড়ানোর আশ্বাস দেন তিনি গ্রন্থাগার মন্ত্রী।

যুবক গ্রেফতার
গুলিভর্তি পাইপগান নিয়ে আলোচনার নাম করে অতিরিক্ত পুলিশ সুপারের ঘরে ঢুকে হইচই করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মালদহ জেলা পুলিশের সদর দফতরে ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে কথা বলতে বলতে আচমকা যুবকটি তাঁর চাকরি হচ্ছে না কেন বলে চেঁচামেচি করেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্ষুব্ধ হলে যুবকটি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময়ে নিরাপত্তা রক্ষীরা গিয়ে যুবকটিকে ধরে ফেলেন। তখনই দেখা যায় তাঁর পকেটে পাইপগান রয়েছে। পধৃতের নাম পাণ্ডব মন্ডল (২৮)। বাড়ি হবিবপুর থানার কালীতলা এলাকায়। দু’সপ্তাহ আগে ওই যুবকের বাবার মৃত্যু হয়েছে। তিনি দিনমজুরি করতেন। তাঁর মৃত্যুর পরে জমি সংক্রান্ত একটি গোলমাল হয়। তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। ধৃতের পরিবারের দাবি, পাণ্ডব মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.