৩১ জানুয়ারি উত্তরবঙ্গ উৎসব
নাটক-গানে শীত জলসা
ত্তরবঙ্গ উৎসবে ‘তারাদের’ জমজমাট আসর বসতে চলেছে জলপাইগুড়িতে। বাংলা ব্যান্ডের জগতে জনপ্রিয়তম ভূমি এবং চন্দ্রবিন্দু আসছে। বাংলা জীবনমুখি গানের অন্যতম নচিকেতাও সামিল হবেন উৎসবে। শুধু গান নয়, রয়েছে নাটকও। সাম্প্রতিক কালে বহুচর্চিত ‘ব্রাত্যজনের রুদ্ধসংগীত’ মঞ্চস্থ হবে উত্তরবঙ্গ উৎসবের জলপাইগুড়ি মঞ্চে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশিত এই নাটকের পাশাপাশি রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নান্দীকারের দুটি নাটক ‘মাধবী’ ও ‘অজ্ঞাতবাস’ও মঞ্চস্থ হতে চলেছে। তার সঙ্গে রয়েছে প্রতিদিন দেশবিদেশের জনপ্রিয় সিনেমা, প্রর্দশনীও। আগামী ৩১ জানুয়ারী শুরু হতে চলেছে প্রথম উত্তরবঙ্গ উৎসব। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রথম বছরে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে একই সঙ্গে অনুষ্ঠিত হবে। জেলা সদর জলপাইগুড়ির পাশাপাশি লাটাগুড়ি ও ফালাকাটাতেও উৎসবের মঞ্চ থাকবে। এক দিনে জলপাইগুড়ি-শিলিগুড়ির ১৮টি মঞ্চে উদ্বোধন হয়ে শুরু হবে উত্তরবঙ্গ উৎসব। জলপাইগুড়ির ক্ষেত্রে উৎসবের আয়োজনে জেলাশাসক স্মারকী মহাপাত্রকে প্রধান করে একটি কমিটি তৈরি হয়েছে। ইতিমধ্যে তিন দফায় জলপাইগুড়িতে এসে উৎসব নিয়ে বৈঠক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গত ৩১ ডিসেম্বর জলপাইগুড়ির সার্কিট হাউসে শহরের প্রশাসনিক আধিকারিক-সহ বিদ্বজ্জন, সংস্কৃতি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই বৈঠকে বামপন্থী শিল্পী সংগঠনের সঙ্গে যুক্ত শহরের নাট্যকর্মী, সঙ্গীতশিল্পী-সহ বিদ্বজ্জনেরা যেমন ছিলেন তেমনিই বিধানসভা ভোটের আগে পরিবর্তনপন্থী হিসেবে পরিচিতরাও ছিলেন। বৈঠকের পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ উৎসব সকলের। কোনও রকম আমরা-ওঁরার বিভেদ রাখা হয়নি। এমনকী কেউ যদি উৎসবে বিভেদ তৈরি করতে চান তবু সেই উদ্দেশ্য যেন সফল না হয় সে দিকে সর্তক দৃষ্টি রাখা হয়েছে।” উৎসব প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ঘোষণা করা হবে। তবে জলপাইগুড়ির আয়োজনে ভূমি, চন্দ্রবিন্দু নচিকেতার মতো শিল্পীরা থাকছেন। সেই সঙ্গে নাটক, প্রর্দশনী, সিনেমা তো রয়েইছে।” জলপাইগুড়ি শহরে তিনটে মঞ্চে উৎসব চলবে। স্পোর্টস কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি হবে। আর্ট কমপ্লেক্সে হবে নাটকের মঞ্চ। মোট পাঁচটি নাটক প্রদর্শিত হবে। প্রদর্শনীর আয়োজনও থাকবে আর্ট কমপ্লেক্সে। রবীন্দ্র ভবন মঞ্চে তৈরি হবে চলচিত্র কেন্দ্র। সেখানে সিনেমা দেখানোর আয়োজন থাকবে। জলপাইগুড়ি শহরের মতোই লাটাগুড়ি ও ফালাকাটাতেও উৎসব হবে। সেখানে লোকসংস্কৃতির অনুষ্ঠান, কলকাতা থেকে আসা যাত্রা হবে বলে জানা গিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এই দুই এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.