টুকরো খবর |
‘বন্ধ’ বোঝা না গেলেও অবরোধ-বিক্ষোভ জেলায়
নিজস্ব প্রতিবেদন |
এক সময়ে তাঁদের ‘গড়’ পশ্চিম মেদিনীপুরে বামফ্রন্টের ডাকা কৃষি-বন্ধের তেমন প্রভাবই পড়ল না। তবে, কয়েকটি এলাকায় সিপিআইয়ের কৃষক সংগঠন কৃষকসভার উদ্যোগে বিক্ষোভ-মিছিল হয়েছে। বামপন্থী কৃষক সংগঠনগুলির অবশ্য দাবি, বন্ধের প্রভাব পড়েছে জেলার বেশ কিছু এলাকায়। কেশপুর-গড়বেতার মতো এলাকায় ‘সন্ত্রাস’ চলছে। তাই সেখানে কোনও কর্মসূচি নেওয়া যায়নি। বেশ কয়েক দফা দাবিতে বুধবার রাজ্য জুড়ে কৃষি-বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সিপিআইয়ের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার জেলা সম্পাদক বিমল ভট্টাচার্যের দাবি, “বন্ধ সফল হয়েছে। জেলার বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ-মিছিল হয়েছে। অধিকাংশ এলাকায় কৃষকেরা এ দিন চাষের কাজ করেননি।” জেলা তৃণমূল নেতা অজিত মাইতি অবশ্য বলেন, “কোথাও বন্ধের প্রভাব পড়েনি। গ্রামে গ্রামে স্বাভাবিক কাজকর্মই হয়েছে।” অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার খড়াই মোড়ে পথ অবরোধ করেন বামপন্থী কর্মী-সমর্থকেরা। সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে রাজ্য সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন অবরোধকারীরা। সকাল ৯টা থেকে অবরোধের পাশাপাশি ধান পুড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা। এগরা-বাজকুল রাস্তার উত্তর খাড় বাজারেও পথ অবরোধ করা হয়। মিছিল ও সভা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা কলীপদ দাস মহাপাত্র, সমীর প্রধান, নজিবুর মল্লিক, রঞ্জিত মণ্ডল প্রমুখ। পরে অবরোধ তুলে দেয় পুলিশ।
|
কঙ্কাল কাণ্ডে সাসপেন্ড তিন পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গড়বেতা কঙ্কাল কাণ্ডে তথ্য গোপনের অভিযোগে দুই সাব-ইনস্পেক্টর এবং এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করল রাজ্য সরকার। পুলিশ জানায়, তাঁদের নাম মহাকাশ চৌধুরী, রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস রায়। মহাকাশবাবু সেই সময়ে চন্দ্রকোনা থানার ওসি ছিলেন। গড়বেতা থানার ওসি ছিলেন দেবাশিসবাবু (তিনি এখন কাঁথির সার্কেল ইনস্পেক্টর)। এবং রাজর্ষিবাবু ছিলেন ওই মামলার তদন্তকারী অফিসার। সিআইডি-র এক কর্তা জানান, ঘটনার সময় ওই দুই সাব-ইনস্পেক্টর দু’টি থানার দায়িত্বে থাকলেও কঙ্কাল-কাণ্ডের তদন্তে গুরুত্ব দেননি। উপরন্তু তথ্য গোপন করে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন বলে তদন্ত সংস্থার অভিযোগ। মহাকরণ সূত্রের খবর, সাসপেনশনের সুপারিশের তালিকায় পশ্চিম মেদিনীপুরের তৎকালীন এক ডিএসপি-রও নাম আছে। রাজ্য পুলিশের এক কর্তা বুধবার মহাকরণে জানান, অতিরিক্ত পুলিশ সুপার পদের ওই পুলিশ অফিসার বর্তমানে মুর্শিদাবাদে কর্মরত। তাঁকে সাসপেন্ড করার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দফতরে ‘নোট’ পাঠিয়েছে পুলিশ-প্রশাসন।
|
বাবু খুনে জড়িত সন্দেহে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বসু খুনে জড়িত অভিযোগে দেবব্রত পাল ওরফে বাবলু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিনপুরের দহিজুড়ি অঞ্চলের ঢ্যাঙাপাড়ার একটি চায়ের দোকান থেকে তাঁকে ধরা হয় বলে দাবি পুলিশের। বুধবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন এসিজেএম রোহন সিংহ। অভিযুক্তের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী কৌশিক সিংহ অবশ্য দাবি করেন, এফআইআর-এ তাঁর মক্কেলের নাম নেই। প্রকৃত অভিযুক্তদের ধরতে না পেরেই দেবব্রতর মতো মানুষদের মিথ্যা ভাবে অভিযুক্ত করছে পুলিশ। সরকার পক্ষ দাবি করে, তদন্তে অভিযুক্তের নাম উঠে এসেছে। পুলিশের দাবি, দেবব্রত-র সঙ্গে জনগণের কমিটির যোগ ছিল। গত ২৫ সেপ্টেম্বরে সন্ধ্যায় বিনপুরের দহিজুড়ির বাজারে বাবু বসুকে গুলি করে খুন করে সন্দেহভাজন মাওবাদীরা।
|
দুর্ঘটনায় এসকর্ট-গাড়ি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েলের কনভয়ের একটি এসকর্ট-গাড়ি উল্টে জখম হলেন ৫ পুলিশকর্মী। বুধবার দুপুর সোয়া বারোটা নাগাদ ঝাড়গ্রামের কলাবনি জঙ্গল-রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, এ দিন পুলিশের একটি বৈঠকে যোগ দিতে ঝাড়গ্রামে যাচ্ছিলেন ডিআইজি। কনভয়ের ওই এসকর্ট-গাড়িটিতে ছিলেন চালক-সহ পাঁচ পুলিশ কর্মী। কলাবনির কাছে উল্টোদিক থেকে এক সাইকেল আরোহী সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে উল্টে যায়। গুরুতর জখম দুই পুলিশকর্মীকে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
|
সাঁওতালি চলচ্চিত্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সাঁওতালি যুব-সংগঠন ‘জুয়ান গাঁওতা’ ও ‘আলাকজাড়ি গোষ্ঠী’র যৌথ উদ্যোগে বুধবার থেকে ঝাড়গ্রামের প্রিয়া প্রেক্ষাগৃহে শুরু হল ‘প্রথম বর্ষ সাঁওতালি চলচ্চিত্র প্রদর্শনী-উৎসব’। উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এ দিন প্রদর্শনীর উদ্বোধন করেন ঝাড়গ্রাম শহর সাঁওতাল সমাজের সহ-প্রতিনিধি কার্তিক মুর্মু।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী |
কাঁথি ১ ব্লকের কুলাইপদিমা হাইস্কুলের দু’দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শেষ হয়ে গেল মঙ্গলবার। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনীষীরঞ্জন গিরি পতাকা উত্তোলন করার পরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী অক্ষতানন্দ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মধুরিমা মণ্ডল, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী গিরি প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়।
|
যুবকের দেহ উদ্ধার |
জাতীয় সড়কের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার নারিকেলদা গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে। পুলিশ জানিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। দেহে আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
|