|
|
|
|
দিঘা বাসস্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • দিঘা |
দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার দিঘায় আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন হল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্বোধন করে বলেন, “দিঘাকে আর্ন্তজাতিক পযর্টন কেন্দ্র হিসেবে তুলে ধরার লক্ষ্যে রেল-সড়ক পরিবহণ ব্যবস্থার উন্নতি ও প্রগতি ঘটাতে চাইছি আমরা। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের দিঘায় আনতে চাইছি আমরা।” |
|
ছবি: সুব্রত গুহ। |
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পযর্টনমন্ত্রী রচপাল সিংহ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে গোয়া করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সৈকত উৎসব করতে চলেছেন।” অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী বলেন, “দিঘাকে শুধু সাজালেই হবে না,এই পযর্টন কেন্দ্রে যাতে ভবিষ্যতে মস্তান-রাজ শুরু না হয়, সে দিকে স্থানীয় মানুষজন থেকে প্রশাসনসকলকেই লক্ষ্য রাখতে হবে।” আর বিধায়ক অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিঘাকে ঘিরে যে পরিকল্পনা নিয়েছেন, তাতে কাঁথি মহকুমার হাজার-হাজার বেকার যুবক-যুবতী নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছেন।”
নগরোন্নয়ন দফতরের সচিব ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে প্রতি দিন ১৫০টি বা তারও বেশি বাস যাতায়াত করতে পারবে। এ ছাড়া ১৫০টি দোকানের স্টল থাকবে বাসস্ট্যান্ডে। ৩৬টি স্টল ইতিমধ্যেই তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রাজীব কুমার, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস ও উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল। দিঘায় পথবাতিরও উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। |
|
|
|
|
|