|
|
|
|
ভিজে পিচে আটকে গেল বড় ম্যাচ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভিজে উইকেট এবং মন্দ আলোর জন্য প্রায় ৫০ ওভার নষ্ট হল স্থানীয় ক্রিকেট লিগের বড় ম্যাচে। ইডেনে সিএবি-র দু’দিনের লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে প্রথম দিন খেলা শুরুর কথা ছিল ন’টায়। কিন্তু পিচ ভিজে থাকায় মাঠে নামতে চায়নি দু’দলই। দুই অধিনায়কই আম্পায়ারকে জানান, খেলা সম্ভব নয়। আম্পায়াররা কিন্তু সিদ্ধান্ত নেন যে খেলা যাবে। খেলা শুরু হতে হতে সাড়ে বারোটা বেজে যায়। সময় নষ্ট হয় কম আলোর জন্যও।
টস হেরে ব্যাট করতে নেমে ৩০.২ ওভার খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল। এবং দিনের শেষে স্কোর ৭৭-৪। ব্যর্থ অরিন্দম দাস (৪) এবং অর্ণব নন্দী (০)। দিনের শেষে ক্রিজে রয়েছেন সায়নশেখর মণ্ডল (১৭ ন.আ.) এবং ঋতম পোড়েল (৩৫ ন.আ.)। মোহনাবাগানের হয়ে চারটে উইকেটই নিয়েছেন সৌরভ শীল।
মোহনবাগান কোচ পলাশ নন্দী বলেছেন,“এ রকম ম্যাচে এর চেয়ে ভাল উইকেট আশা করি। সিএবি-র ব্যাপারটা একটু দেখা উচিত।” সিএবি-র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিয় আড্ডি অবশ্য বলে দিচ্ছেন, “লিগের দ্বিতীয় পর্বের আগে পিচ ঢাকার নিয়ম নেই। এ ক্ষেত্রে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। সিএবি-র কিছু করার নেই।” মোহনবাগান আবার এই ম্যাচে পাচ্ছে না হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লক্ষ্মীরতন শুক্ল এবং গোড়ালির চোটে ভোগা সামি আহমেদকে।
সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে এএনঘোষ সেমিফাইনালে অবশ্য ৭৮ ওভার খেলা হয়েছে। দু’তিন বার খেলা বন্ধ হলেও আবার চালু হয়। এএনঘোষ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পিচ ঢাকা ছিল। স্পার্টিং ইউনিয়ন টস জিতে কালীঘাটকে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে কালীঘাটের স্কোর ২২৯-৮। সুদীপ চট্টোপাধ্যায় ৫০। শেষের দিকে প্রায় অন্ধকারে নেমে অশোক দিন্দা দু’টো চার মেরে ১২ ব্যাটিং। স্পোর্টিং ইউনিয়নের হয়ে উইকেট নিয়েছেন অরিত্র চট্টোপাধ্যায় (৪-৫৫) এবং বান্টি গোয়ালা (৩-৪৯)। |
|
|
|
|
|