জমে উঠেছে জাতীয় টিটি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
যুব এবং জুনিয়র বিভাগে রাজ্য টেবল টেনিস সংস্থা ছেলে এবং মেয়েদের দল সেমিফাইনালে উঠল। জুনিয়র এবং যুব বিভাগে উত্তরবঙ্গ ছেলেদের দল কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছে। যুব বিভাগে ছিটকে গিয়েছে উত্তরবঙ্গের মেয়েরাও। শুধু জুনিয়র বিভাগে সেমি ফাইনালে উঠেছে তাদের মেয়েরা। আজ, বৃহস্পতিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র এবং যুব জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় দলগত বিভাগের সেমিফাইনাল এবং ফাইনাল খেলাগুলি হবে। সৌম্যজিৎ ঘোষ এবং অঙ্কিতা দাস উত্তরবঙ্গের এই দুই খেলোয়াড় পিএসপিবি দলের হয়ে প্রতিযোগিতায় খেলছেন। সেটা উত্তরবঙ্গ দলের পিছিয়ে পড়ার একটা বড় কারণ হিসাবে মনে করছেন কর্মকর্তাদের অনেকেই। উত্তরবঙ্গ দলের ম্যানেজার নান্টু পালও এ ব্যাপারে সহমত। |
|
|
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র এবং ইযুথ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা চলছে। |
|
তিনি বলেন, “চাকরি সূত্রে ওই দুই খেলোয়াড় পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের হয়ে খেলছেন। তাদের না থাকাটা দল পিছিয়ে পড়ার একটা বড় কারণ।” বুধবার ছেলেদের যুব বিভাগে প্রিকোয়ার্টারে ছত্তিশগড়কে ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ দল। কোয়ার্টারে তাদের হারতে হল মহারাষ্ট্র-এ দলের কাছে। মেয়েদের ওই বিভাগে মহারাষ্ট্র-এ দলের সঙ্গে তারা হেরেছে। অন্য দিকে রাজস্থানকে প্রিকোয়ার্টারে ৩-০ গেমে হারিয়ে কোয়ার্টারে পৌঁছয় রাজ্য টেবল টেনিস সংস্থা। কোয়ার্টারেও তারা গুজরাতকে ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে। ওই বিভাগে মেয়েদের দলও কোয়ার্টার ফাইনালে গুজরাতকে ৩-০ গেমে হারিয়েছে। দলের পারফরম্যান্সে খুশি কোচ জয়ন্ত পুষিলাল এবং ম্যানেজার চন্দন ভৌমিকও। জুনিয়র বিভাগে উত্তরবঙ্গের মেয়েরা কোয়ার্টার ফাইনালে ৩-২ গেমে হারিয়েছে গত বছরের চ্যাম্পিয়ন অন্ধ্রপ্রদেশকে। সেমিফাইনালে তারা রাজ্য টেবল টেনিস সংস্থা দলের সঙ্গে খেলবে। মেয়েদের বিভাগে রাজ্য টিটি সংস্থা দল দিল্লিকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ৩-০ গেমে। জুনিয়র ছেলেদের বিভাগে উত্তরবঙ্গ দল ২-৩ গেমে হেরে গিয়েছে রাজস্থানের কাছে। ১ টি সিঙ্গল এবং ১ টি ডাবলস ম্যাচ জিতলেও অপর ৩ টি সিঙ্গলসে তাদের হারতে হয়েছে। ওই বিভাগে রাজ্য টিটি সংস্থার ছেলেদের দল মহারাষ্ট্র-বি দলকে ৩-২ হেমে হারিয়ে দিয়েছে। |
ছবি: বিশ্বরূপ বসাক। |
|