|
|
|
|
তিনে ইস্টবেঙ্গল, চারে মোহনবাগান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের প্রথম পর্বের শেষে শীর্ষেই থাকল আর্মান্দো কোলাসোর ডেম্পো। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট। তবে মাঠের অভাবে পৈলান অ্যারোজ ম্যাচ পিছিয়ে যাওয়ায় চার্চিল ব্রাদার্স একটা ম্যাচ কম খেলে ২৬ পয়েন্টে দ্বিতীয়। ইস্টবেঙ্গল তিনে (২৬), চারে মোহনবাগান (২৪)। আগের ম্যাচে ডেম্পোকে হারিয়ে প্রথম পর্বের শেষে ছয়ে প্রয়াগ ইউনাইটেড (২১)। এ দিকে, বুধবার আই লিগে লাজংকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে আটে উঠে এল সালগাওকর। অন্য ম্যাচে, মুম্বই এফ সি-কে ২-০ গোলে হারাল চিরাগ কেরল এবং হ্যালের সঙ্গে ২-২ ড্র করল স্পোটিং ক্লুব দ্য গোয়া। এ দিকে, বড় ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে আইএফএ-র সঙ্গে সরাসরি সংঘাতে নেমে পড়ল মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিরপেক্ষ রেফারিংয়ের দাবি তোলার পরে এ বার তাদের নিশানায় প্রাক্তন দুই আইএফএ কর্তা। যাঁদের আমলেই আগুন লাগে আইএফএ-তে। মোহন সচিব অঞ্জন মিত্রর অভিযোগ, টানা তিন বছর টিকিট বিক্রির টাকা পায়নি মোহনবাগান। এবং যত দিন এই মামলার নিষ্পত্তি না হচ্ছে, তত দিন অভিযুক্তদের আর কোনও পদে না রাখার দাবি তুলে বুধবার আইএফএ-কে চিঠি দিল মোহনবাগান।
সাদার্ন কোচ সাব্বির: কার্লোস পাহিরার জায়গায় সাদার্ন সমিতির নতুন কোচ হলেন সাব্বির আলি। সরকারি ভাবে বৃহস্পতিবার থেকে দলের দায়িত্ব নিলেও ১২ জানুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা লিগে প্রথম ম্যাচ সাব্বিরের। সাদার্নে যোগ দিচ্ছেন এক জন নামিবিয়ান স্ট্রাইকারও। ওনেকাঁচি উজোর। ব্রাজিলিয়ান ডু-এর পরিবর্তে নেওয়া হয়েছে তাঁকে। এমনিতে সাব্বির পোর্ট ট্রাস্টের কোচ ছিলেন। তবে এই মুহূর্তে পোর্টের কোনও খেলা না থাকায় আই লিগ দ্বিতীয় ডিভিশন পর্যন্ত সাদার্নের দায়িত্ব নিয়েছেন সাব্বির। এ দিকে, এরিয়ান ক্লাবের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে ৮ জানুয়ারি, সকাল ১০টা ইস্টবেঙ্গল মাঠে। |
|
|
|
|
|