মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাড়ার কলেজেও’ পড়ল রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ছাপ।
নির্বাচনবিধি নিয়ে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি যে অভিযোগ তুলেছে, তার পরিপ্রেক্ষিতে আশুতোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজের পরিচালন সমিতি। একযোগে এর উল্টো দিকে দাঁড়িয়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং কংগ্রেসের ছাত্র সংগঠন সিপি বুধবার রাত পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এ ভাবে হঠাৎ করে নির্বাচন স্থগিত করা চলবে না। নির্ধারিত দিনেই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
রাজ্যের অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো আশুতোষ কলেজেও ছাত্র সংসদ নির্বাচনে লড়াই মূলত এসএফআই এবং তৃণমূলের মধ্যে। কিন্তু এ দিন একই দাবিতে গলা মেলাতে দেখা গিয়েছে এসএফআই এবং ছাত্র পরিষদ সমর্থকদের। রাজ্যে কংগ্রেস-তৃণমূলের টানাপোড়েনের সাম্প্রতিক প্রেক্ষাপটে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলেছেন, “আশুতোষ কলেজের ঘটনা প্রমাণ করল কংগ্রেস এবং সিপিএমের ছাত্র সংগঠন একজোট হয়ে তৃণমূলের বিরোধিতা করছে। তবে টিএমসিপি এদের বিরুদ্ধে লড়বে।”
আশুতোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। আজ, বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। ওই কলেজে স্নাতকে ছাত্রসংখ্যা ৫,৭০০। আর ‘ক্লাস রিপ্রেজেন্টেটিভ’ ২২ জন। ৫০ জন ছাত্র পিছু এক জন প্রতিনিধির দাবিতে অধ্যক্ষ দীপক কর এবং রাজ্য উচ্চশিক্ষা সংসদের কাছে স্মারকলিপি দেয় টিএমসিপি। বিভিন্ন কলেজের ছাত্রসংখ্যা ও ছাত্র প্রতিনিধিত্বের অনুপাত বিচার করেই তাঁদের এই দাবি বলে জানান সংগঠনের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায়। কলেজের স্নাতকোত্তর এবং বিবিএ পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের ভোটাধিকারের দাবিও জানিয়েছে টিএমসিপি।
উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠান দীপকবাবুকে। এই নিয়ে আলোচনার জন্য বুধবার পরিচালন সমিতির বৈঠক পরে সমিতির সভাপতি তথা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এত ছাত্রছাত্রীর জন্য মাত্র ২২টি প্রতিনিধি পদ যথেষ্ট নয়। তাই ঠিক হয়েছে, বিধি সংশোধন করে নির্বাচন হবে।”
কিন্তু এসএফআই, ছাত্র পরিষদ সমর্থকদের দাবি, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগের দিন ভোট স্থগিত করা যাবে না। ডিএসও-ও একই দাবিতে সরব হয়। এসএফআই সমর্থক প্রীতম দত্ত, বিহান সেনগুপ্তদের বক্তব্য, “টিএমসিপি এই দাবি আগেই জানাতে পারত।” আশুতোষ কলেজের ছাত্র সংসদ অনেক দিন ধরে এসএফআইয়ের দখলে। এ বার তা দখল করার উদ্দেশ্য নিয়ে টিএমসিপি আগে ঝামেলা শুরু করে দিয়েছে বলে অভিযোগ এসএফআইয়ের। |