অটো এক্সপো শুরু আজ
প্রদর্শনীর আগে গাড়ি দেখাল ফোর্ডও
যেন ষষ্ঠীর আগে থেকেই দুর্গাপুজো উদ্বোধনের হুড়োহুড়ি। কলকাতার নামী পুজোর উদ্যোক্তাদের এই থিমের চমক আগেভাগে দেখিয়ে দর্শক টানার ধাঁচেই, অটো-এক্সপো শুরুর আগেই নিজেদের গাড়ি দেখাতে উন্মুখ প্রথম সারির বিভিন্ন গাড়ি সংস্থা। লক্ষ্য ক্রেতা টানার দৌড়ে বাজি জেতা।
রাজধানীতে আজ আনুষ্ঠানিক উদ্বোধন অটো-এক্সপো-র। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। কিন্তু মেলা শুরুর আগেই নজর টানতে আলাদা ভাবে নিজেদের নতুন গাড়ির আবরণ উন্মোচনের পথে হাঁটছে বিভিন্ন সংস্থা। মঙ্গলবার বজাজ অটোর পরে আজ ফোর্ড ইন্ডিয়া-ও তাদের নতুন এসইউভি ইকোস্পোর্ট-এর আবরণ উন্মোচন করল।
মেলার প্রথম দিনটি বরাবরই সংবাদংমাধ্যমের জন্য নির্দিষ্ট। সাম্প্রতিক কালে ন্যানো-র আত্মপ্রকাশের ঘোষণা এই মেলাকে আন্তর্জাতিক দুনিয়ার নজরে এনে দিয়েছিল। গাড়ি শিল্পের সংগঠন সিয়াম জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ৫০টি গাড়ি (দু’চাকা থেকে শুরু করে চার চাকার) ও ‘কনসেপ্ট কার’ (ভবিষ্যতে যেগুলির ভিত্তিতে তৈরি হবে নতুন গাড়ি) দেখা যাবে। এর মধ্যে দেশীয় যাত্রী-গাড়ি ৪১টি, বিদেশি ৯টি। সিয়াম জানিয়েছে, এ বারই প্রথম মেলায় প্রদর্শিত হবে ফেরারি, ল্যাম্বরঘিনি, পোলারিস, পোর্শের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। এ ছাড়া দ্বিচক্রযান ও বাণিজ্যিক গাড়িরও উদ্বোধন হবে।
গাড়ি প্রদর্শনে ফোর্ড কর্তা মুলালি। ছবি: রয়টার্স।
মারুতি তাদের প্রথম ‘মাল্টি পারপাস ভেহিকল’ (এমপিভি) আর্টিগা এবং একটি স্পোটর্স ইউটিলিটি ভেহিকল (এসইউভি) আনছে। দ্বিতীয়টি অবশ্য ‘কনসেপ্ট কার’। মহীন্দ্রার যৌথ উদ্যোগ স্যাংইয়ং-এর রেক্সটন ও কোরান্ডো গাড়ি দু’টিও প্রদর্শিত হবে। তিন দরজার ভেলোস্টার এবং এলান্ট্রা গাড়ির সঙ্গে হুন্ডাই দেখাবে একটি কনসেপ্ট কার-ও। মার্সিডিজ বেঞ্জ তাদের এ-ক্লাস গাড়িটির ‘কনসেপ্ট’ মডেল দেখানোর পাশাপাশি এ দেশে আনবে এসএলএস এএমজি রোডস্টার। মহীন্দ্রা তাদের বৈদ্যুতিন গাড়ি রেভা এনএক্সআর এবং ভেরিটো প্রদর্শন করবে। এ ছাড়া পোলারিস ও ট্রায়াম্ফ-এর পাশাপাশি বিএমডব্লিউ-র মিনি ও মোটোর্যাড, পিএসএ পুজো, নিসানের মতো সংস্থাও একাধিক গাড়ি আনছে।
ফোর্ড ইন্ডিয়ার আনকোরা গাড়ি ইকোস্পোর্ট ভারতেই প্রথম প্রদর্শিত হল। এ জন্য ভারতে উড়ে এসেছেন ফোর্ড কোম্পানির শীর্ষ কর্তা অ্যালান মুলালি ও অন্যরা। এক লিটার পেট্রোল ইঞ্জিনের গাড়িটির উৎপাদন কয়েক মাসেই শুরু হবে। বছর দুয়েক আগে একই কায়দায় এই মেলা থেকেই ফিগো-র উদ্বোধন করেন মুলালি।
তবে গাড়ি প্রদর্শন করেও অন্যান্য বছরে বহু সংস্থাই শেষ পর্যন্ত তা বাণিজ্যিক ভাবে বাজারে আনে না। বিশেষত হাইব্রিড বা বৈদ্যুতিন গাড়িগুলি। যেমন, ক’বছর আগে মারুতি এসএক্স ফোর ও সুইফট এবং মহীন্দ্রা স্করপিও গাড়িটির হাইব্রিড মডেল শুধু প্রদর্শন করেই ক্ষান্ত থেকেছে। ব্যবসায় নামেনি। এ বার জিএম শেভ্রোলে হাইব্রিড ভোল্ট গাড়ি প্রদর্শন করার কথা ভাবলেও এখনই বাণিজ্যিক ভাবে বিক্রির পরিকল্পনা নেই। সিয়াম ও কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের যৌথ উদ্যোগে উপদেষ্টা সংস্থা ‘বুজ অ্যান্ড কোম্পানি’ সম্প্রতি ১৬টি শহরে এক সমীক্ষায় দেখেছে, ২০২০-র মধ্যে ভারতে ৫০-৭০ লক্ষ হাইব্রিড বা বৈদ্যুতিন গাড়ি বিক্রির সম্ভাবনা আছে। সম্ভাবনার এই বাজার বাস্তবায়িত করার দিশা পেতে এ বার অটো এক্সপো-য় এই ধরনের প্রযুক্তির উপর জোর দিচ্ছে সিয়াম। আগামী কাল পালিত হবে প্রযুক্তি দিবস, যেখানে এ ধরনের প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক দুনিয়ার অভিজ্ঞতা তুলে ধরাই আয়োজকদের মুখ্য উদ্দেশ্য। শিল্পমহলের অভিযোগ, দেশে এই গাড়ি তৈরি ও রক্ষণাবেক্ষণের পরিকাঠামো না-থাকায় ব্যবসা লাভজনক নয়। জিএম কর্তা পি বলেন্দ্রনের দাবি, এখনও সেই বাজার এ দেশে তৈরি হয়নি। মারুতি-কর্তা শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “ব্যাটারি চার্জ করানোর পরিকাঠামোই নেই।’’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.