খনি চালুর দাবি, রিলে অনশন |
ভূগর্ভের জল তুলে ফেলে খনি সম্পূর্ণভাবে চালু করার দাবিতে ৫টি শ্রমিক সংগঠনের যুক্ত সংগ্রাম কমিটির রিলে অনশনের তিন দিন অতিক্রান্ত হল। সোমবার থেকে কুনস্তরিয়া এরিয়া নর্থ সিহারশোল কোলিয়ারির খনিকর্মীরা রিলে অনশন করছেন।
শ্রমিক নেতা গৌতম মুখোপাধ্যায়ের অভিযোগ, “৮ অগস্ট ভূগর্ভে জল ঢুকে যায়। তার পর আংশিক কাজ চালু হয় ৩ সেপ্টেম্বর থেকে। প্রতি দিন ১৫০ টন উৎপাদন হলেও কর্তৃপক্ষ দৈনিক ২৪ টন উত্তোলন দেখাচ্ছেন। পাম্প চালিয়ে জল বের না করে ২১৫ জন কর্মীকে অন্যত্র স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করেছেন।” জানা গিয়েছে, সামগ্রিক ভাবে কোলিয়ারিটি চালু করার দাবিতে কেউ বদলি নেননি। যুক্ত সংগ্রাম কমিটির পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করার দাবি জানিয়ে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, কয়লামন্ত্রী, ইসিএলের ডিপি ও ডিটিকে লিখিতভাবে জানোনা হয়েছে। কিন্তু কোনও ফল মিলছে না।” এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
|
জাতীয় ভোটার দিবসে কর্মসূচি |
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আসানসোল মহকুমা জুড়ে একাধিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে মহকুমা প্রশাসন। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানিয়েছেন, নতুন ভোটারদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই উপলক্ষে আজ, বৃহস্পতিবার থেকে মহকুমার বিভিন্ন প্রান্তে একাধিক সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। থাকছে ক্যুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। মহকুমা ও ব্লক স্তরের বিজয়ীরা জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। জেলার বিজয়ীরা যোগ দেবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়। জাতীয় ভোটার দিবস পালিত হবে ২৫ জানুয়ারি।
|
বেসরকারি নিরাপত্তারক্ষীরা নূন্যতম সরকারি বেতন পাচ্ছেন না। মিলছে না চিকিৎসাজনিত খরচও। প্রতিবাদে অধিকার মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কর্মীরা। ইসিএলের কেন্দা এরিয়া কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরে জিএমের অনুপস্থিতি থাকায় ভারপ্রাপ্ত অধিকর্তার হাতে তাঁরা দাবিপত্র তুলে দেন। এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঊধ্বর্র্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।
|
দূষণের অভিযোগ তুলে বুধবার বারাবনি থানার জামগ্রাম রোডের খরাবোর মোড়ের কাছে প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বারাবনি থানার পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। তাঁদের অভিযোগ, এই রাস্তা দিয়ে স্থানীয় একটি বেসরকারি খোলামুখ খনির কয়লা বোঝাই ডাম্পার যাতায়াত করে। এর ফলে এলাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে। এই রাস্তার উপরেই রয়েছে জামগ্রাম আঞ্চলিক হাইস্কুল। শ্রেণিকক্ষেও ধুলোর পুরু আস্তরণ জমেছে। পড়ুয়াদের শ্বাসকষ্টও হচ্ছে। অভিযোগ, খনি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও ফল হচ্ছে না।
|
সিএল জামবাদ কোলিয়ারিতে দীর্ঘ দিন পদ অনুযায়ী বেতন মিলছে না। অন্য পদে স্থানান্তরিত হলেও তাতে নিয়মিতকরণ হয়নি। প্রতিকারের দাবিতে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। দাবিপত্রও দেওয়া হয়। তাদের অভিযোগ, খনিগর্ভে এসবিএল মেশিন আনার পর থেকে ‘লোডার’ পদে যাঁরা কাজ করতেন তাঁদের দিয়ে ‘টামার’-এর কাজ করানো হচ্ছে। অথচ পদ অনুযায়ী নিয়মিতকরণ বা বেতন মিলছে না। ম্যানেজার সত্য কাম জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।
|
দীর্ঘ দিন পঞ্চায়েত কার্যালয়ে যান না অন্ডালের খাঁদরা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তার জেরে বিধবা, বাধর্ক্য ভাতা-সহ অন্যান্য পরিষেবা মিলছে না বলে অভিযোগ। অবিলম্বে প্রতিকারের দাবিতে তৃণমূলের সিঁদুলি অঞ্চল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল ওই কার্যালয়ে। তৃণমূল নেতা গুরুপ্রসাদ চক্রবর্তীর অভিযোগ, ভাতা-সহ অন্য পরিষেবা না মেলায় হয়রান হচ্ছেন মানুষ। প্রধান বুকিয়া মেজান জানান, খোঁজ নিয়ে দেখা হবে। |