দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের প্রথম খেলায় চিত্তরঞ্জন জেটিএস ৩২ রানে জেএমডি চিত্তরঞ্জনকে হারায়। দোমহানি স্কুল মাঠের খেলায় প্রথমে ব্যাট করে জেটিএস সব উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। জবাবে জেএমডি-র ইনিংস ৯৭ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সুরজ কুমার। এই মাঠের দ্বিতীয় খেলায় দোমহানি মহাদেবী ক্লাব ৪ উইকেটে দোমহানি বাদশাকে হারায়। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাদশা। জবাবে মহাদেবী ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রাজা মণ্ডল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের বুধবারের খেলায় জয়ী হয় ক্লাব স্যান্টোস। তারা এমএএমসি মাঠের খেলায় ৫ উইকেটে হারায় ইয়ং স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১১২ রান তোলে ইয়ং স্পোর্টিং ক্লাব। বিপক্ষের মহিন্দার ডোম ও সুখেন সাউ তিনটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ক্লাব স্যান্টোস। রতন দত্ত ৩০, শুভঙ্কর দাস মণ্ডল অপরাজিত ২৫ রান করেন।
|
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল রূপনারায়ণপুর অগ্রতি সঙ্ঘ। তারা জামগ্রাম শিবতলা মাঠের খেলায় মদনপুর অগ্নিবীণাকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মদনপুর ৯৭ রান তোলে। জবাবে রূপনারায়ণপুর ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের পরেশ গড়াই।
|
মদনডিহি যুবক সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল আলমনগর এএমসিসি। তারা সোহরাব আলি একাদশকে ৩৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে আলমনগর ২০৩ রান তোলে। জবাবে সোহরাব আলি একাদশ ১৬৪ রানে শেষ হয়ে যায়। অপরাজিত ৯১ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের মহম্মদ সাজিদ।
|
জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ব্রজমোহন কাপের খেলা চলছে শহরের পুলিশ লাইন মাঠে। বুধবারের ম্যাচে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাব ৩-০ গোলে হারায় বেগুট মিলন সঙ্ঘকে। ২টি গোল করেন অজয় কোঁড়া ও চিরঞ্জিত কোঁড়া। মঙ্গলবার চৌরঙ্গী ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। |