অসুস্থ সদ্যোজাতদের ভাল পরিষেবা দিতে সোমবার নবজাতক পরিচর্যার একটি ইউনিট বা নিউ বর্ন কেয়ার ইউনিট (এনবিসিইউ) চালু হল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এর আগে বহরমপুর হাসপাতালে এই ইউনিট চালু করা হয়েছে। জেলার সমস্ত মহকুমা হাসাপাতালেই এই ইউনিট চালু করা হবে।
মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বহরমপুর হাসপাতালে একাধিক বার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে গোলমাল হয়েছে। ২০১১ সলের জুলাইয়ে ৪৮ ঘণ্টায় ২৪ জন শিশুর মৃত্যু হয় ওই দুই হাসপাতালে। ৮ নভেম্বর শিশু মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে প্রহৃত হন এক শিশু বিশেষজ্ঞ। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, প্রতি মাসে গড়ে প্রায় ৪৮ জন শিশুর মৃত্যু হয়। জেলাশাসক পরভেজ আহম্মেদ সিদ্দিকি এ দিন হাসপাতালের ওই ইউনিটের উদ্বোধন করেন। |
বলেন, “শিশুমৃত্যুর হার কমাতে হবে। সেই লক্ষেই আপাতত বহরমপুর ও জঙ্গিপুর হাসপাতালে এই নবজাতক পরিচর্যাকেন্দ্র চালু করা হল। ১২টি শয্যার এই ইউনিটে ১০জন নার্স ও ৩ জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। তাঁরা শিশুদের পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণও নিয়ে এসেছেন। ২৪ ঘণ্টাই ওই ইউনিটে চিকিৎসককে পাওয়া যাবে। পরবর্তীকালে কান্দি-সহ প্রতিটি মহকুমা হাসপাতালে এই পরিচর্যাকেন্দ্র চালু করা হবে।” জঙ্গিপুর মহকুমা হাসপাতাল তরফে জানা গিয়েছে, ওই হাসপাতালে শিশুদের জন্য ৩৫টি শয্যা রয়েছে। শিশু ভর্তি থাকে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন। নতুন এই ইউনিটে এক মাস বয়স পর্যন্ত অসুস্থ শিশুদের রাখা যাবে। জেলাশাসক বলেন, “এই জেলায় অনেক সময়েই কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। ফলে শিশুর জন্মের সময়ে সমস্যা হয়। এই ইউনিট চালু হওয়ায় শিশুমৃত্যু কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে আশা করছি।” |