কর্নিয়া সংগ্রহ বেড়েছে দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে ২০১১ সালে মোট ১৮৪টি কর্নিয়া সংগ্রহ করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। আগের বছরের তুলনায় তা ৭৪টি বেশি। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, চক্ষুদানের উপরে সচেতনতা তৈরি করতে লাগাতার প্রচার অভিযান চালানো হয়। তার ফলেই ইদানীং এলাকার বাসিন্দাদের মধ্যে চক্ষুদানের প্রবণতা বাড়ছে বলে অভিমত তাঁদের। সোমবার নতুন বছরের প্রথম কর্নিয়াটি সংগ্রহ করা হয়েছে।
|
জন্ডিস ছড়িয়েছে কলকাতা পুরসভার ১২২ ও ১২৩ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায়। পুরসভা সূত্রের খবর, কিছু দিন আগে ওই এলাকার ক্ষুদিরাম কলোনি, ঈশান ঘোষ রোড এবং ব্রিক ফিল্ড রোডে জন্ডিসের কবলে পড়েছেন কিছু বাসিন্দা। ওই রোগ ছড়ানোর কারণ জানতে পুর-স্বাস্থ্য দফতর এলাকার জলের নমুনা সংগ্রহ করেছে। ১২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপকুমার রায় বলেন, “আমার ছেলেও আক্রান্ত হয়েছে। ওর রক্তে বিলিরুবিনের পরিমাণ প্রায় ৬। অন্তত শ’খানেক মানুষ আক্রান্ত হয়েছেন।” ১২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চক্রবর্তী বলেন, “পুর-চিকিৎসকেরা আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছেন। ওষুধও দেওয়া হচ্ছে।” মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “ওই দুই ওয়ার্ডে ৬২ জন আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। পুরো পরিস্থিতি দেখতে আজ যাচ্ছি।” তিনি জানান, জন্ডিসে আক্রান্তদের রক্ত পরীক্ষার ব্যবস্থা পুরসভার নেই। বেসরকারি প্যাথলজিক্যাল কেন্দ্রে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে পুরসভার খরচে। |
রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-বার্ষিকী ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ঝাড়গ্রাম শহরের সুভাষচকে রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল ঝাড়গ্রামের ‘দুরন্ত’ সংস্থা। |