মহকুমা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
জেলাশাসকের অফিসে সোমবার মানবাজার ও মালদাকে মহকুমা ঘোষণার প্রক্রিয়া সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুরুলিয়ার ঝালদা ও মানবাজারে দু’টি নতুন মহকুমা হবে বলে ঘোষণা করেছিলেন। জেলাশাসক মানবাজারে মহকুমা অফিস চালানোর জন্য ভবনও দেখেন। পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ এ দিন বলেন, “স্বরাষ্ট্র বিভাগ থেকে জেলার দু’টি মহকুমা বিষয়ক তথ্য চেয়ে গত ২৩ ডিসেম্বর চিঠি পেয়েছি। সোমবার এ বিষয়ে বৈঠক হয়েছে।” বৈঠকে মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডুর প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য নবেন্দু মাহালি বলেন, মানবাজার মহকুমার মধ্যে মানবাজার সহ কেন্দা, পুনচা, বোরো, বান্দোয়ান থানা এলাকা অন্তর্ভুক্ত হওয়ার কথা। এ দিন এলাকাগুলির জনসংখ্যা বিষয়ক তথ্য পাঠানো হয়েছে। |
ধান কেনার দাবিতে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সরকারি সহায়ক মূল্যে ধান কেনা, সারের কালোবাজারি বন্ধ-সহ ৬ দফা দাবিতে সোমবার বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল যুবকংগ্রেস। সংগঠনের বিষ্ণুপুর লোকসভা কমিটির সভাপতি দেবু চট্টোপাধ্যায় বলেন, “রেশনে চাল ও গম সরবরাহ ঠিকমতো হচ্ছে না। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্প ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মসূচীগুলোতে অস্বচ্ছতা রয়েছে। বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মহকুমা শাসককে লিখিতভাবে জানালাম।”মহকুমা শাসক অদীপ কুমার রায় বলেন, “ওঁদের ৬ দফার স্মারকলিপি দেখেছি। অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। ” |
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার ন-পাড়া গ্রামের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে পুঞ্চার বুগলিডি গ্রাম থেকে লক্ষীকান্ত কর্মকার ও গোপাল কর্মকার নামে দুই যুবক কাশীপুর থানার রাউতাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, মোটরবাইক ও ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। সোমবার দুপুর অবধি লিখিত অভিযোগ জমা পড়েনি। আহত দুই যুবককে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |
চালকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
তেল ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল চালকের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, বীরভূমের সদাইপুর থানা এলাকার বাঁধেরশোলের কাছে। মৃতের নাম শঙ্কর দরবেস (৩৬)। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় ভোজ্যতেলের ট্যাঙ্কারটি সিউড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শঙ্কর দরবেসের। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। |
পুরভবনের সামনে যানজট
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
রাস্তা সরু, তার উপরে রাস্তার পাশে দাঁড় করানো সাইকেল আর মোটরবাইকের সারি। বাঁকুড়া পুরভবনের সামনের এই ছবি। ফলে হামেশাই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বাঁকুড়া পুরভবনের সামনের রাস্তায়। ব্যস্ততার সময়ে সেই যানজটে নাকাল হওয়ার অভিযোগ তুলেছেন শহরের বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, পুরভবনে সামনে প্রতিদিন যানজট হচ্ছে। অথচ পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। তাঁদের দাবি, “রাস্তার পাশে সারি দিয়ে দাঁড় করানো সাইকেল ও মোটরবাইক রাখা নিষিদ্ধ করুক পুরসভা। এ বিষয়ে বাঁকুড়া পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “বিষয়টি নজরে রয়েছে। যানজট এড়াতে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা। এ বিষয়ে কাউন্সিলারের সঙ্গে আলোচনা চলছে।” |
রাস্তায় আলো বাড়ানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙা থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় স্ট্রীট লাইট বাড়ানোর দাবি তুললেন বাঁকুড়া শহরের বাসিন্দাদের একাংশ। বাসিন্দাদের বক্তব্য, “ওই রাস্তায় স্ট্রীট লাইট অপ্রতুল হওয়ায় রাস্তার বেশিরভাগ অংশই রাতে অন্ধকারে ঢাকা থাকে। বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজকর্মও হয় ওখানে। রাতে ওই রাস্তায় যাতায়াত করা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে পৌরসভার বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন।” বিষয়টি নিয়ে বাঁকুড়া পৌরসভার পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “ওই অঞ্চলে স্ট্রিট লাইট বাড়াতে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা। |