স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরেউত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা মিছিল করেন। স্কুল চত্বর থেকে বেরিয়ে মিছিল যায় গুমা চৌমাথা পর্যন্ত। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের ধরছে না। অশোকনগর থানা সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তরা এলাকাছাড়া। তাঁদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
স্কুল কমিটির সম্পাদক কে হবেন, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। সহকর্মীরা তাঁকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিনি পুলিশের কাছে জবানবন্দি দেন। তাতে তিনি পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক পরিমল পাল এবং বর্তমান পরিচালন কমিটির সদস্য রঞ্জিত মণ্ডল-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বপন ভৌমিক নামে স্থানীয় এক তৃণমূল নেতা এবং দীনবন্ধু ঘোষ নামে ওই দলেরই এক কর্মীকে গ্রেফতার করে। শনিবার মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ে ওই স্কুলের বিষয়টি নিয়ে বৈঠক হয়। সেখানে ৪ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ দিন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ওই কমিটি আগামী ৫ জানুয়ারি রিপোর্ট দেবেন। রিপোর্টটি রাজ্য কমিটির হাতে জমা দেওয়া হবে। ওই ঘটনায় দলের কেউ জড়িত প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা ছাড়া পাবেন না।” পুলিশকে বলা হয়েছে আইনত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও এ দিন মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয়বাবু। |