বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়ার অভিযোগে এক রেশন ডিলারকে আটকে রেখে সোমবার দুপুরে বিক্ষোভ দেখালেন মুরুটিয়ার ফুনকোতলা গ্রামের বাসিন্দারা। চিত্তরঞ্জন পাল নামে ওই রেশন ডিলারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবারে রেশনে চাল দিচ্ছিলেন ওই ডিলার। প্রতিটি বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য ১৩ কেজি করে চাল বরাদ্দ ছিল। অভিযোগ, ওই ডিলার চাল ওজনে কম দিচ্ছিলেন। খবর পেয়ে এলাকার লোকজন ওই রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের ধীরেন্দ্রনাথ দাস বলেন, ‘‘বিপিএল পরিবার পিছু চাল দেওয়ার কথা ছিল ১৩ কেজি করে। অথচ ওই রেশন ডিলার ওজনে চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। সেটা পরীক্ষা করার জন্য রেশন থেকে দেওয়া চাল অন্য একটি দোকানে ওজন করে দেখা হয়। ১৩ কেজির থেকে চাল অনেক কম আছে প্রমাণিত হয়। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন পরে পুলিশ এসে ওই ডিলারকে নিয়ে যায়।’’
ওই রেশন ডিলার চিত্তরঞ্জন পাল বলেন, ‘‘ওজনে চাল একটু কম দেওয়া হয়ে গিয়েছিল। ১৩ কেজির জায়গায় কোথাও ১২ কেজি ৩০০ গ্রাম করে কোথাও ১২ কেজি ৪০০ গ্রাম করে চাল দেওয়া হয়েছিল। যদিও প্রথমে এটা আমি বুঝতে পারিনি। এরপরেই লোকজন এসে বিক্ষোভ দেখান।’’
করিমপুর ১ ব্লকের বিডিও সুমন্ত রায় বলেন, ‘‘মাস তিনেক আগেও ওই ডিলারের বিরুদ্ধে রেশনের জিনিসপত্র ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছিল। সোমবারও একই বিষয় নিয়ে ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’ |