গাড়ি উল্টে জখম ৯ যুবক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পিকনিক সেরে ফেরার সময়ে গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছে ৯ যুবক। রবিবার রাতে বড়ঞার বাদশাহী সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে। জখমদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা ও তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রথামিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতেরা সকলেই বড়ঞার বাহাদুরপুর ও ফতেপুর এলাকার বাসিন্দা। ওই দিন তাঁরা একটি ছোট গাড়ি নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এর পরে গাড়িটি প্রায় পনেরো ফুট নিচে পড়ে যায়। |
স্কুলে সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পাঁচবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে রবিবার থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব। রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সোমবারও ছিল প্রভাতফেরী ও কবিগানের আসর। উপস্থিত ছিলেন সাংসদ সুচারুরঞ্জন হালদার, বিধায়ক সমীর পোদ্দার, পার্থসারথী চট্টোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতি দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। |
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বাড়ির লাগোয়া পুকুর থেকে সোমবার সকালে উদ্ধার হল রীতা ঘোষ (৩২) নামে এক মহিলার দেহ। বহরমপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বাঙালপাড়ার বাসিন্দা ওই মহিলা রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী প্রহ্লাদ ঘোষ নিখোঁজ ডায়েরিও করে ছিলেন। মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। |
লরি-বাসে ধাক্কা, জখম ১০ যাত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
একটি বাস ও লরির সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। রবিবার রাতে চাকদহের শিমুরালী চৌমাথার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের সকলকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটি অত্যন্ত দ্রুত বেগে আসছিল। বাস ও লরিটিটিকে আটক করেছে পুলিশ। তবে চালকেরা পলাতক। ওই দিন রাতে বাসটি রাস্তায় দাড়িয়েছিল। সেই সময়ে লরিটি পিছন থেকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। |
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চৌগাছা পানুগোপাল হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষে শনিবার থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। ওই দিন স্কুলে রবীন্দ্র মঞ্চ। স্কুলের প্রতিষ্ঠাতা পানুগোপাল ঘোষ ও বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলিমা দাস, চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক তাপস দত্ত-সহ বিশিষ্টেরা। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, ম্যাজিক শো, ছৌ নাচের আসর বসে। |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে প্রসাদ মণ্ডল (৩২) নামে এক যুবকের। রবিবার রাতে সাগরদিঘির মোরগ্রামে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |