|
|
|
|
সিপিএম নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনির ছাতনি গ্রামে সিপিএম নেতা বিকাশ উকিলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির দাবি, রবিবার রাতে ওই নেতার বাড়ি থেকে ২ রাউন্ড গুলি ও একটি দেশি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। বিকাশবাবু অবশ্য রাজ্যে পালাবদলের পর থেকেই গ্রাম ছাড়া। ইংরেজি নববর্ষে রবিবার বিকেলেই তিনি বাড়ি ফেরেন বলে স্থানীয় সূত্রের দাবি। স্থানীয় তৃণমূল সমর্থকেরা বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূলের অভিযোগ, শালবনিতে ফের সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যেই বিকাশবাবু বাড়ি ফিরেছিলেন। তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার দাবিও জানানো হয়। শেষমেশ অবশ্য বিকাশবাবুর আর সন্ধান মেলেনি। তৃণমূলের দাবি, সিপিএম নেতা ঘুরপথে পালিয়ে যান। উত্তেজনার খবর পেয়ে পুলিশ আসে। তল্লাশির সময়ে বিকাশবাবুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায় বলে পুলিশের দাবি। পুলিশের কাছে আদৌ কোনও তল্লাশি পরায়োনা ছিল কি না, কোনও মামলায় পুলিশের খাতায় বিকাশবাবুর নাম আছে কি নাসে সব প্রশ্ন অবশ্য উঠেছে। সিপিএমের দাবি, শাসকদল তৃণমূলের কথায় ওঠবোস করছে পুলিশ। বিকাশবাবুর বাড়ি আসা বা তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি পুরোটাই সাজানো। এমনকী তৃণমূলের লোকজন পুলিশের সামনেই বিকাশবাবুর ভাই সন্দীপ, প্রকাশ ও সলিলকে মারধর করে বলেও অভিযোগ। আহত তিন জনেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হাসপাতালের শয্যায় শুয়ে তাঁরা বলেন, “অকারণে আমাদের মারধর করল তৃণমূল।” মারধরের এই ঘটনায় অবশ্য কাউকেই ধরেনি পুলিশ। |
|
|
|
|
|