|
|
|
|
ছাত্র ভর্তিতে অনিয়ম, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম শহরের সরকারি অনুদানপ্রাপ্ত একটি স্কুলে সরকারি নিয়ম ভঙ্গ করে লটারি না-করে ছাত্র ভর্তি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শহরের ঐতিহ্যবাহী ছেলেদের স্কুল ‘কুমুদকুমারী ইনস্টিটিউশন’ কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, গত অক্টোবর থেকে স্কুলে ২০১২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ৪০ টাকা দরে পাঁচশোটি আবেদনপত্র বিক্রি হয়। গত ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষা দেয় ৪৮৭ জন। পঞ্চম শ্রেণির আসন সংখ্যা দেড়শোটি। গত ৩১ ডিসেম্বর ১২০ জনের প্রথম মেধা-তালিকা প্রকাশ করা হয়। আজ, মঙ্গলবার ও কাল, বুধবার ওই ১২০ জন ছাত্রকে পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়ার নোটিসও প্রকাশিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক অনুপ দে-র দাবি, “স্কুল শিক্ষা দফতরের তরফে লটারি করার জন্য কোনও সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা আমাদের স্কুলে পাঠানো হয়নি। ফলে প্রতি বছরের মতো এ বারও লিখিত পরীক্ষা নিয়ে মেধা-তালিকা ভিত্তিক ছাত্র ভর্তির সিদ্ধান্ত হয়েছে।” স্কুল-কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর কাছে অভিযোগ করেছেন অভিভাবকদের একাংশ। অভিযোগকারীদের বক্তব্য, সরকারি নির্দেশকে কৌশলে লঙ্ঘন করেছেন স্কুল-কর্তৃপক্ষ। অভিভাবকদের একাংশের বক্তব্য, স্কুল-কর্তৃপক্ষ সরকারি বিজ্ঞপ্তি না পেয়ে থাকলে ‘পরিবর্তিত পরিস্থিতি’তে ভর্তির ব্যাপারে কী করণীয় তা সংশ্লিষ্ট দফতর থেকে জেনে নিয়ে পদক্ষেপ করতে পারতেন। পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় বলেন, “ছাত্র-ভর্তির ক্ষেত্রে লটারি করতেই হবে। কেন ওই স্কুলে লটারি করা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।” ছাত্র-ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আর কী ভাবে লটারি হবে, সেই সদুত্তর অবশ্য দিতে পারেননি জেলা বিদ্যালয় পরিদর্শকও। |
|
|
|
|
|