আজ ইন্ডোরে প্রতিযোগিতা শুরু
পথে হাঁটলেন রথী-মহারথী
টেবল টেনিসের জন্য হাঁটল শিলিগুড়ি। জাতীয় যুব টেবল টেনিস প্রতিযোগিতার জন্য সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ওই র্যালি বার হয়। আজ, মঙ্গলবার থেকে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৭৩ তম জুনিয়র এবং যুব জাতীয় টেবল টেনিসের ওই প্রতিযোগিতা। এ দিন খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে বর্ণাঢ্য র্যালিতে পা মেলালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী, নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টিটিএফআইয়ের অন্যতম কর্মকর্তা অর্জুন মান্তু ঘোষরা। অঙ্কিতা দাস, রাজ মণ্ডল, ঐশ্বর্য দেবদের মতো টেবল টেনিস খেলোয়াড় থেকে খো খো খেলোয়াড়, ফুটবলার-সহ শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীরা অনেকেই উপস্থিত ছিলেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে হাসমিচক, মহাবীরস্থানের উড়ালপুল হয়ে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে র্যালি শেষ হয়। র্যালিতে যোগদানকারীদের উৎসাহ দেখে খুশি টিটিএফআই কর্মরর্তারাও। সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী বলেন, “এমন সাড়া দেখে আমি আপ্লুত। ‘টেবল টেনিসের জন্য হাঁটা’ র্যালি, এত উৎসাহ, উদ্দীপনা আগে কোথাও দেখিনি। টেবল টেনিসে শিলিগুড়ি কেন দেশের মধ্যে প্রথম এ থেকেই বুঝতে পারছি। আশাকরি ভবিষ্যতেও এটা ধরে রাখবে শিলিগুড়ি।” আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া, প্রাক্তন ফুটবলার চুনি গোস্বামী, শ্যাম থাপা, চিত্রাভিনেত্রী পায়েলের।
জাতীয় জুনিয়ার ও ইয়ুথ টিটি উপলক্ষে শিলিগুড়িতে পদযাত্রা। সোমবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা আয়োজক কমিটির মুখ্য পৃষ্ঠপোষক গৌতমবাবু বলেন, “আয়োজনের খামতি রাখা হচ্ছে না। স্টেডিয়াম চত্বর সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে চারশোর বেশি খেলোয়াড় এসেছেন। তা ছাড়া খেলা পরিচালনা করতে অন্তত ১০০ জন অফিসিয়াল আসছেন। থাকা খাওয়ার সুষ্ঠু ব্যবস্থা থাকছে।” টিটিএফআই সূত্রে জানা গিয়েছে, প্রথম ৩দিন আন্তঃ রাজ্য দলগত বিভাগের খেলাগুলি হবে। ৩১ টি রাজ্য দল এবং কয়েকটি প্রতিষ্ঠান মিলিয়ে ৩৮টি দল অংশ নেবে। ৮টি বিভাগে দলগত খেলাগুলি হবে। ৫ জানুয়ারি দলগত বিভাগের ফাইনাল। ৬ জানুয়ারি থেকে ব্যক্তিগত বিভাগের খেলা শুরু হবে। ছেলে এবং মেয়েদের জুনিয়র এবং যুব আলাদা বিভাগে খেলাগুলি হবে। যুব এবং জুনিয়র বিভাগে ছেলে এবং মেয়েদের ‘ডাবলস’ খেলাও হবে। প্রায় ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দলগত বিভাগে ফাইনাল খেলার পর ৫ জানুয়ারি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে ওই দিন আয়োজন করা হয়েছে নৈশ ভোজেরও। সম্প্রতি বাহরিনে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় ছেলেদের দল ব্রোঞ্জ জিতেছে। সেই দলে রয়েছে শিলিগুড়ির খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। অন্যরা হলেন, সৌরভ সাহা, হারমিৎ দেশাই, জি সত্যেন। ব্যক্তিগত বিভাগে অঙ্কিতা দাস কোয়ার্টার ফাইনালে খেলেছে। টিটিএফআই-এর সেক্রেটারি জেনারেল জানান, এই সাফল্যের জন্য লখনউতে আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় আসরে তাঁদের সংবর্ধনা জানানো হবে। দেওয়া হলে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.