ফের গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ল গরু পাচারকারীরা।
সোমবার ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার বাগানগাঁ গ্রামের খেতের মধ্য দিয়ে গরু নিয়ে যাচ্ছিল বাংলাদেশি পাচারকারীরা। তা দেখতে পেয়ে কয়েক হাজার গ্রামবাসী গরু আটকে দেন। তিন জন পাচারকারীকে তাঁরা ধরে ফেলেন। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি এবং এক জন ভারতীয়। তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করে। ৭২টি গরু আটক করা হয়।
ওই ঘটনার পরেই গ্রামবাসীরা খবর পান, স্থানীয় এক গরু পাচারকারীর পাণ্ডার বাড়িতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে। গ্রামবাসীরা তাদের ধরতে গেলে ওই পাণ্ডা ও তার দলবল গ্রামবাসীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে এবং ওই পাণ্ডাকে গ্রেফতারের দাবিতে এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামবাসীরা স্থানীয় ট্যাংরা-পাটশিমুলিয়া সড়ক অবরোধ করেন। বনগাঁ থানার পুলিশ অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে বনগাঁর এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায় এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহবুব আখতার ঘটনাস্থলে আসেন। তাঁরা ওই পাচারকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, “আমরা প্রাণের ঝুঁকি নিয়ে পাচারকারীদের ধরলেও পুলিশের একাংশ সে ভাবে সহযোগিতা করছে না।” বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, “পুলিশকে আরও সক্রিয় ভাবে গ্রামবাসীদের পাশে দাঁড়াতে হবে। পাচারকারীরা গ্রামবাসীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
শুক্রবারই মহিলাদের নেতৃত্বে গ্রামবাসীরা বৈঠক করে সিদ্ধান্ত নেন, গ্রামের মধ্য দিয়ে আর গরু পাচার করতে দেওয়া হবে না। এসডিপিও বলেন, “অভিযুক্তের খোঁজ চলছে। পাচার বন্ধ করতে পুলিশ পদক্ষেপ করছে। তা ছাড়া, পুলিশ সব সময়েই গ্রামবাসীদের সাহায্য করবে।” |