টানা তিন বার জেলা সম্পাদক হলেন দিলীপ গঙ্গোপাধ্যায় |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আরও এক বার সিপিএমের বীরভূম জেলা সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন দিলীপ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে টানা তিন বার তিনি এই পদে আসীন হলেন। দলের ২০তম জেলা সম্মেলনের শেষ দিন, সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিলীপবাবুর নাম চূড়ান্ত হয় জেলা সম্পাদক হিসাবে।
একই সঙ্গে বর্ধমান বা পুরুলিয়া-বাঁকুড়ার মতো বীরভূমেও দলের জেলা কমিটির বহর কমানো হয়েছে। বাদ পড়েছেন ১৬ জন সদস্য। ৭১ জনের কমিটি বর্তমানে হয়েছে ৫৫ জন। তবে মহিলা প্রতিনিধি আগের মতো পাঁচ জনই আছেন। জেলায় লোকাল কমিটির সংখ্যাও ৭৬ থেকে কমিয়ে করা হয়েছে ৬৮। এই কমে যাওয়ার কারণ হিসাবে বীরভূমের দায়িত্বপ্রাপ্ত সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদন ঘোষ বলেন, “তৃণমূলের অত্যাচারে আমাদের বহু কর্মী-সমর্থক এখনও গ্রামছাড়া। ফলে কমিটির সংখ্যা কমানো হয়েছে।” তিনি জানান, জেলার ১৬টি জোনাল কমিটির মধ্যে তিনটির সম্পাদক বদল করা হয়েছে। রামপুরহাট ২ জোনালের কালাম মোল্লা, মহম্মদবাজার জোনালের প্রভাস মাল ও দুবরাজপুর জোনালের বলরাম ঘোষ। এ ছাড়াও তিন জনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে জেলা কমিটিতে নেওয়া হয়েছে। বার্ধক্যজনিত কারণে গত বারের জেলা কমিটির ৬ জন সদস্য এ বার আমন্ত্রিত সদস্য হিসাবে থাকছেন। অন্য দিকে, সিপিএমের এই ২০তম জেলা সম্মেলনের রাজনৈতিক খসড়া রিপোর্টে উল্লেখ রয়েছে, ২০০৮-১১ পর্যন্ত জেলার শাখা কমিটি থেকে শুরু করে বিভিন্ন স্তরের ৩৩০ জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। |