গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুলছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। জখম হন আরও এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের কুলুট গ্রামে। মৃতার নাম পাহিলা খাতুন (১৩)। স্থানীয় কুলুট নিহারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। দুলাল কারিগর নামে জখম যুবককে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কুলুট মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী গাড়িটি ওই পাহিলা ও দুলালকে ও পরে একটি গাছের গুঁড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। জখম দু’জনকেই প্রথমে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। রাতে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ হয়। কিন্তু পথেই মৃত্যু হয় পাহিলার। |
হিমঘরে আলুর সময়সীমা বাড়ল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হিমঘরে আলু মজুতের মেয়াদ এক মাস বাড়াল রাজ্য সরকার। কেন্দ্রীয় মন্ত্রী, তৃণমূলের মুকুল রায় সোমবার বর্ধমানে এ কথা জানান। প্রথমে এই মজুতের মেয়াদ ছিল ৩০ নভেম্বর। তার পরেও হিমঘরগুলিতে প্রচুর আলু জমে থাকায় তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর ও পরে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। তাতেও যথেষ্ট পরিমাণ আলু হিমঘরে জমে থাকায় সময়সীমা ফের বাড়ানো হল। তবে হিমঘর মালিকদের অভিযোগ, সরকার বারবার সময়সীমা বাড়ালেও হিমঘরের ভাড়া আদায় কী করে হবে তা নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা করেনি। ফলে হিমঘরগুলি লোকসানের মুখে পড়েছে। |
বিয়ের আশ্বাসে সহবাস, ধৃত
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ মোদক। বাড়ি পাটুলি এলাকায়। সম্প্রতি পূর্বস্থলী থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পিলা এলাকার এক তরুণী। তাঁর অভিযোগ, বিকাশ জয়পুরে অলঙ্কার তৈরির কাজ করেন। তাঁর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক বার তাঁর সঙ্গে সহবাসও করে তিনি। সম্প্রতি ওই সম্পর্ক অস্বীকার করছিলেন বিকাশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |