ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মিনা তেলি নামে ওই মহিলার দু’টি পায়ের পাতার বেশ খানিকটা বাদ দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের শয্যায় ওই মহিলা অভিযোগ করেন, তাঁর স্বামী ট্রেন থেকে তাঁকে ঠেলে ফেলে দিয়েছেন। মিনাদেবী বলেন, “আমার বাপেরবাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে। |
হাসপাতালে মিনা তিলি। নিজস্ব চিত্র। |
সেখানেই আমার স্বামী ব্যবসা করেন। রবিবার রাতে স্বামীর সঙ্গে এক্সপ্রেস ট্রেনে চেপে শ্বশুরবাড়ি ব্যান্ডেলে যাচ্ছিলাম। রাত সাড়ে ১২টা নাগাদ বর্ধমান স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার মুখে আমাকে ঠেলে ফেলে দেন তিনি।”
গুরুতর জখম ওই বধূকে বর্ধমান জিআরপি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জিআরপি-র ওসি আশিসকুমার মজুমদার বলেন, “মহিলার বাপেরবাড়িতে খবর পাঠানো হয়েছে।” তবে প্রাথমিক তদন্তের পরে জিআরপি-র অনুমান, মহিলা নিজেই ট্রেন থেকে পড়ে যান। |