টুকরো খবর
শ্লীলতাহানির অভিযোগ
জোর করে সহপাঠিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে বেধড়ক মারধর খেল এক কিশোর। সুতি থানার মানিকপুরের কাছে রবিবার বেলা ১০টা নাগাদ এই ঘটনার পরে ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সুতির পঞ্চগ্রাম উচ্চমাধ্যমিক স্কুলের একাদশ শ্রেণির ওই কিশোরী গৃহশিক্ষকের কাছে পড়ে নিমতিতা থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। তার বাড়ি পাশেই চাঁদপাড়া গ্রামে। পথেই মানিকপুরে ওই কিশোরীর স্কুলের দুই সহপাঠী তার পথ আটকায়। ওই কিশোর তাকে সিঁদুর পরানোর চেষ্টা করে। ওই কিশোরী চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসেন। তারাই ওই কিশোরকে ধরে ফেলে। তবে তার বন্ধু পালিয়ে যায়। সুতি থানার ওসি জামালুদ্দিন মণ্ডল বলেন, “ওই কিশোরী থানায় অভিযোগও করেছে ওই কিশোরের বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।” ওই কিশোরীর বক্তব্য, “বেশ কিছু দিন থেকেই ওই সহপাঠী আমাকে উত্ত্যক্ত করছিল। বারবার নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি। রবিবার আমি ফেরার সময় ওই সহপাঠী ও তার এক বন্ধু আমার সাইকেল ধরে টেনে আমাকে মাটিতে ফেলে দেয়। আমি পড়ে গেলে আমাকে সিঁদুর পরানোর চেষ্টা করে। আমি চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসেন।” মানিকপুরের রাধেশ্যাম সিংহ বলেন, “মেয়েটির চিৎকার শুনেই আমরা কয়েকজন ছুটে গিয়েছিলাম। গিয়ে দেখি মেয়েটির মাথায়, গায়ে সিঁদুর। মেয়েটির মুখে সব কথা শুনে আমরা ওর ওই সহপাঠীকে ধরে ফেলি।” তাঁর কথায়, “এই ধরনের ঘটনা এখানে আগে কখনও ঘটেনি। দিনে দুপুরে এই দুঃসাহস দেখে আমরা অবাক।”

পাচারকারীদের অন্তর্দ্বন্দ্বে গুলি
পাচারকারী দুই দলের মধ্যে রবিবার দুপুরে গণ্ডগোল বাধে। ওই গণ্ডগোলের জেরে গুলিবিদ্ধ হন মবিনুর শেখ ও বল্টু শেখ নামে দুজন পাচারকারী। গুরুতর জখম অবস্থায় রানিনগর গোধনপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদের বহরমপুর নিউ জেনারেল তাঁদের পাঠানো হয়েছে। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার লালকূপ এলাকায়। অভিযোগ, বিজল মণ্ডল নামে অন্য এক পাচারকারী আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালে তাঁরা দুজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় বিজল মণ্ডলকে। ডোমকলের মহকুমা পুলিশ অফিসার দেবর্ষি দত্ত বলেন, “ওই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি পিস্তল। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় পুলিশের টহল চলছে।”

ধর্ষণের অভিযোগ
পাঁচ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে রবিবার পুলিশ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। হরিহরপাড়ার খিদিরপুর অঞ্চলে সাদেক আলি শেখ নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার তার পাশের বাড়ির ওই বালিকাকে চকোলেট দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় ওই বালিকাকে বহরমপুর মাতৃসদনে ভর্তি করা হয়েছে। তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক জয়নাল শেখ বলেন, “সাদেক আলি শেখ আমাদের কর্মী। তবে অপরাধ যে-ই করুক পুলিশ যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।”

দুর্ঘটনায় মৃত্যু
একটি মোটর বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম নুরজাহান বিবি (৫৫)। রবিবার সকালে সাগরদিঘির ব্লক মোড়ের কাছে রঘুনাথগঞ্জ-সাগরদিঘি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্বামীর সঙ্গে মোটর বাইকে করে চামুণ্ডা শেখপাড়া থেকে চিকিৎসার জন্য সাগরদিঘি গ্রামীণ হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কল্যাণীতে
পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রবিবার কল্যাণীতে তৃণমূলের শ্রমিক সংগঠনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহকারী সভাপতি নৃপেন চট্টোপাধ্যায়-প্রমুখ। অন্য দিকে, গয়েশপুরে তৃণমূলের পক্ষ থেকে গাঁধী মেমোরিয়াল হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়।

ট্রাক্টর উল্টে জখম ২
ট্রাক্টরের ট্রলি উল্টে জখম হয়েছেন চালক ও এক ব্যক্তি। রবিবার ভরতপুরের চোয়াগের ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ দিন ময়ূরাক্ষী নদী থেকে বালি বোঝাই করে লরিটি কান্দির দিকে আসছিল। গুরুতর জখম অবস্থায় জুমসেদ শেখ ও চালক হেলুন শেখকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিমুরালিতে ক্রিকেট
শিমুরালি ঐক্য কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দু’দিনের একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার খেলার উদ্বোধন করেন চাকদহের বিধায়ক নরেশচন্দ্র চাকি। আটটি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। রবিবার ফাইনালে জয়ী হয় ইন্দিরা স্মৃতি রক্ষা কমিটি।

ভস্মীভূত ঝুপড়ি
ভস্মীভূত হয়েছে ধুলিয়ানের কলাবাগানের প্রায় দেড়শো ঝুপড়ি। শনিবার রাতে ওই এলাকায় আগুন লেগে যায়। ঘণ্টা দু’য়েকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

নদিয়া মেলা
কালচারাল ফোরামের পরিচালনায় শুক্রবার থেকে রানাঘাট স্বাস্থ্যন্নোতি ময়দানে শুরু হয়েছে নদিয়া মেলা। উপস্থিত ছিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.