বর্ষবরণের শহরে পৃথক তিনটি পথ-দুর্ঘটনায় এক বালক-সহ মৃত্যু হল চার জনের। রবিবার দুপুরে একটি দুর্ঘটনা ঘটেছে জোড়াসাঁকোয়। অন্য দু’টি ঘটেছে শনিবার গভীর রাতে, বৌবাজার এলাকায় এবং স্ট্র্যান্ড রোডে।
পুলিশ জানায়, রবিবার দুপুর পৌনে ১২টা নাগাদ জোড়াসাঁকো থানার মহাত্মা গাঁধী রোডে অটোর ধাক্কায় মৃত্যু হয় আসিম আলি (৮) নামে এক বালকের। আসিম এম এম বর্মণ স্ট্রিটের কলাবাগান বস্তির বাসিন্দা। দুর্ঘটনাটির জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। অটোচালক পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা অটোটিতে আগুন ধরিয়ে দেন। এর পরে বেলা ১২টা থেকে শুরু হয় পথ-অবরোধ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ করে ইট-পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামলায় এবং দুপুর দেড়টা নাগাদ অবরোধ ওঠে।
|
ভস্মীভূত সেই অটো। —নিজস্ব চিত্র |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাসকে বাঁ দিক থেকে পাশ কাটাতে গিয়েই অটোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসিমকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসিমের। অটোচালককে গ্রেফতার এবং মৃতের পরিজনদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ চালকের খোঁজ করছে।
অন্য দিকে, শনিবার রাত ১টা নাগাদ বৌবাজার এলাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ছিটকে পড়ে বলে জানিয়েছে পুলিশ। মোটরবাইকের চালক জীবন দত্ত (১৯) গুরুতর জখম হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মোটরবাইকের অন্য আরোহীও জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনার পরেই রাত ২টো নাগাদ স্ট্র্যান্ড রোডে কাস্টমস হাউসের কাছে একটি ট্রেলারের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইকের দুই আরোহী বিনোদ তিওয়ারি (৪৫) এবং সুপ্রিয় মজুমদারকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনোদবাবু বেলুড় এবং সুপ্রিয়বাবু বালির বাসিন্দা। তাঁরা ব্যবসায়ী ছিলেন। সংঘর্ষের জেরে ট্রেলারটির একাংশে আগুন ধরে যায়। পরে দমকল গিয়ে আগুন নেভায়। |