পরিষেবা কর জমার সময়সীমা বাড়ল |
চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসের (এপ্রিল থেকে সেপ্টেম্বর) পরিষেবা কর জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক বিভাগ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে এই কর জমা দেওয়া যাবে। এর আগের সময়সীমা ছিল ২৬ ডিসেম্বর। বৈদ্যুতিন গোলযোগের কারণে অনেক করদাতাই এই কর জমা দিতে পারেননি। সে কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, এই ছ’মাসের পরিষেবা কর বাধ্যতামূলক ভাবে ইন্টারনেটেই জমা দিতে হবে বলে এর আগে নির্দেশ জারি করেছিল কেন্দ্র।
|
মহীন্দ্রা দাম বাড়াল নববর্ষে |
নতুন বছরে এক্সইউভি৫০০ গাড়ির দাম বাড়াল মহীন্দ্রা। সংস্থা জানিয়েছে, দাম বেড়েছে ৩০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যখন গাড়িটি বাজারে আনে সংস্থা, তখন ব্যবসা বড়ানোর লক্ষ্যে সেটির দাম কিছুটা কমই রাখা হয়। পরে দাম বাড়বে বলেও তারা ইঙ্গিত দিয়েছিল। তবে যে সব গাড়ি ‘বুক’ করেও ক্রেতারা এখনও চাবি হাতে পাননি, তাঁদের ক্ষেত্রে দাম প্রস্তাবিত বৃদ্ধির ৫০% হবে বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি নতুন বছরেই সর্বভারতীয় স্তরে ফের গাড়িটির বুকিং শুরু হলেও, কলকাতায় তা এ মাসের মাঝামাঝি চালু হবে। চাহিদা-জোগানের ফারাক হওয়ায় তা সম্প্রতি বন্ধ রেখেছিল সংস্থা। চাকনের কারখানায় গাড়িটির উৎপাদনও বাড়াচ্ছে মহীন্দ্রা।
|
জানুয়ারিতে চালু হচ্ছে দিঘা বাস টার্মিনাস |
আগামী ৪ জানুয়ারি দিঘায় কেন্দ্রীয় বাস টার্মিনাসের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানান, ওই দিন মন্ত্রী পথবাতিরও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীকেও উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান হয়েছে। এ ছাড়া, নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পষর্দের সভাপতি দেবাশিস সেন, জেলাশাসক রাজীবকুমার, এসপি অশোকপ্রসাদ ও বিধায়ক অখিল গিরির উপস্থিত থাকার কথা আছে বলে সৌমেনবাবু জানান। বর্তমানে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণের বাসগুলি নিউদিঘায় না গিয়ে পুরাতন দিঘায় রাস্তায় দাঁড়িয়ে থাকে। বাস টার্মিনাস হলে সব যানকেই সেখানে যেতে হবে। শহরের কোথাও গাড়ি দাঁড় করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।
|
পশ্চিমবঙ্গে দারিদ্র কমিয়ে মানুষকে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী রাষ্ট্রপুঞ্জের শিল্পোন্নয়ন সংক্রান্ত সংগঠন ইউনিডো। এই উপলক্ষে তারা জোট বেঁধেছে বণিকসভা অ্যাসোচ্যামের সঙ্গে। বিষয়টি নিয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে দেখা করেন ইউনিডো ও অ্যাসোচ্যাম প্রতিনিধিরা। তাঁদের দাবি, এ বিষয়ে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মানসবাবু। প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদকে। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও হস্তশিল্পের প্রসারে যৌথ ভাবে কাজ করবে তারা।
|
বিদেশের বাজারের দিকে এ বার বাড়তি নজর দিচ্ছে প্রিয়া বিস্কুট। আমেরিকা, কানাডা বাংলাদেশ-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে রফতানির জন্য সংশ্লিষ্ট দেশগুলির কেক পেস্ট্রির অগ্রণী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে তারা। কোনও কোনও দেশে প্রিয়া ব্র্যান্ড-নামেই সংস্থার বিস্কুট বিক্রি হলেও, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় চেলসি, লিট্ল ট্রিট্স ইত্যাদি নামে তা বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।
|
দেশে সমস্ত রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ পর্যটন বিভাগের স্বীকৃতি পেল গুজরাত। ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রতি বছর এই স্বীকৃতি দেয়। এ বছর গুজরাত পর্যটন বিভাগের বৃদ্ধি ১৪%। সারা ভারতের গড়ের তুলনায় তা দ্বিগুণ। প্রতি বছরই ৫০ কোটি টাকা শুধু বিপণনের জন্য ব্যয় করে তারা। সম্প্রতি গুজরাতের পর্যটন সচিব বিপুল মিত্রের হাতে এই সম্মান তুলে দেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী সুবোধকান্ত সহায়।
|
চলতি অর্থবর্ষের এপ্রিল-নভেম্বর পর্যন্ত আট মাসে পূর্ব রেলের যাত্রী সংখ্যা গত বছরের তুলনায় ৫.৩৪% বেড়ে হয়েছে ৭৭.৬৯ কোটি। যাত্রী পরিবহণ থেকে তাদের আয়ও ৯৪৭.৭৫ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০৩০.১৮ কোটি। পণ্য পরিহণও বেড়েছে ১.৭৬%। ফলে এই বাবদ আয়ও ১০.৪৯% বেড়ে হয়েছে ২,২৮৮.৮৯ কোটি। আর মোট আয় দাঁড়িয়েছে ৩৪৭৮.৯০ কোটি।
|
পীযূষ কান্তি ঘোষ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পরিচালন পর্ষদে তিন বছরের জন্য অফিসার এমপ্লয়ি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। তিনি ইউনাইটেড ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (এ আই বি ও সি স্বীকৃত)-এর প্রেসিডেন্ট। |