টুকরো খবর
মারধরের অভিযোগ
সিপিএমের কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে বোলপুরের নাহিনা গ্রামে। তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য জানান, জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য দলের নেতারা কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন। তাঁর অভিযোগ, “সেই আক্রোশে ৩০ ডিসেম্বর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এক জোনাল কমিটির সদস্যকে মারধর করে। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। একই কারণে তৃণমূল বহিরাগত মোটরবাইক বাইকবাহিনী নিয়ে আমাদের সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করে। শেখ সান্টু নামে এক কর্মীকে মারধর করেছে। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাল্টা দাবি, “অভিযোগ ভিত্তিহীন। আসলে সিপিএমের দুষ্কৃতীরাই ১০০ দিনের কাজ করতে যাওয়া দলীয় কর্মী-সমর্থকদের মারধর করে গ্রামছাড়া করেছে।” পুলিশ জানায়, কোনও পক্ষ অভিযোগ করেনি। তবে ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়েছে।

অশালীন আচরণের অভিযোগ
মদ্যপ অবস্থায় ছাত্রী নিবাসে ঢুকে অশালীন আচরণ করার অভিযোগ উঠল বিশ্বভারতীর এক ছাত্রের বিরুদ্ধে। শনিবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে বিশ্বভারতীর মৃণালিনী ছাত্রীনিবাসে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে ইন্টারন্যাশনাল বয়েজ হস্টেলের আবাসিক তথা কলাভবনের গ্রাফিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হারুণ রসিদ মদ্যপ অবস্থায় ছাত্রীনিবাসে ঢুকে অশালীন আচরণ করে। নিরাপত্তাকর্মীরা তাকে ধরে কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অভিযুক্তের দাবি, ভুল করে তিনি ছাত্রীনিবাসে ঢুকে পড়েছিলেন। কোনও অশালীন আচরণ করেননি। বিশ্বভারতীর কর্মসচিব মণিমুকুট মিত্র বলেন, “তদন্তে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্তে মহকুমাশাসক
রেশনে খারাপ চাল ও গম দেওয়া হচ্ছে। এই অভিযোগ পেয়ে শনিবার দুপুরে রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে রেশন ডিলারের কাছ থেকে নমুনা সংগ্রহ করলেন রামপুরহাট মহকুমাশাসক। মহকুমা শাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “ওই রেশন ডিলারের কাছ থকে চাল ও গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে, তিনিই এই চাল ও গম সরবরাহ করেছিলেন কি না। এ ছাড়া, সংগ্রহ করা নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে।” ওই দিন তিনি মহকুমার খাদ্য সরবরাহ দফতরে যান। সেখানে কোন খাদ্য আধিকারিককে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মহকুমাশাসক বলেন, “শনিবার ও রবিবার ওই দফতরের আধিকারিকদের অফিসে যাওয়ার জন্য সম্প্রতি জেলাশাসক নির্দেশ দিয়েছেন। অথচ শনিবার দুপুরে খাদ্য সরবরাহ দফতরে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”

মৃতদেহ উদ্ধার
নিকাশি নালা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম ভগীরথ রায় (৫৫)। বাড়ি রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালীশাড়া পাড়ায়। রবিবার সকালে ওই ওয়ার্ডের নিকাশি নালায় দেহটি দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও দুপুরে রামপুরহাট হাসপাতালের মর্গে দেহটি সনাক্ত করেন মৃতের পরিবারের লোকজন। মৃতের ছেলে সুকুমার রায় বলেন,“বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক দিক থেকেও প্রতিবন্ধী ছিলেন। বাইরে কাজ করতে যাবেন বলে বেরিয়ে মাস দুয়েক যাবত নিখোঁজ ছিলেন। খোঁজ করেও সন্ধান পাইনি। পরে হাসপাতালের মর্গে গিয়ে পোশাক সনাক্ত করি।”

যুবক আটক
ময়ূরেশ্বর থানার মল্লারপুর বাহিনা মোড় থেকে শনিবার সকালে ‘হেরোইন’-সহ এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ময়ূরেশ্বর থানার খোরাসিনপুর এলাকার বাসিন্দা রকি হোসেন নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা চলছে। তার কাছ থেকে যা পাওয়া গিয়েছে তা হেরোইন কি না তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাস। বাসিন্দাদের দাবি, মল্লারপুর এলাকায় বেশ কিছু দিন ধরেই অবাধে হেরোইন বিক্রি চলছিল। বেশ কয়েক জনকে সর্তক করা হলেও বিক্রি কমেনি। তাই শনিবার দুপুরে মল্লারপুর বাহিনা মোড় থেকে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ডিটোনেটর-সহ ধৃত
একটি গাড়ি থেকে ৪ হাজার ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। মুরারই থানার শ্রীরামপুর এলাকার ঘটনা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাস বলেন, “ডিটোনেটরগুলি ঝাড়খণ্ড থেকে মুরারই থানার পাথর শিল্পাঞ্চলে বিক্রি করার জন্য আনা হচ্ছিল। আপাতত এক জনকে গ্রেফতার করা গেলেও ওই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েক জনের নাম জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।”

স্কুলে অনুষ্ঠান
সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার সিউড়ির চাঙুরিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান হয়েছে। ওই দিন প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ইউনিয়নের (রি-ইউনিয়ন) উদ্বোধন করেন প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। প্রধান শিক্ষক চন্দন ভট্টাচার্য জানান, উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী নুরে আলম চৌধুরী, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ প্রমুখ। আজ সোমবার সন্ধ্যায় আতসবাজি ফাটিয়ে অনুষ্ঠান শেষ হবে। শনিবার ব্রতচারি, রবিবার মুর্শিদাবাদের স্বাধীন বিত্তার ও তার সম্প্রদায়ের রাইবেশে নাচ পরিবেশিত হয়েছে। সোমবার মিতা চট্টোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন।

বিক্ষোভ-মিছিল
ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ করল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠন। জেলা যুব কংগ্রেসের সভাপতি পদ্মনীল মণ্ডল এবং ছাত্র পরিষদের জেলা সভাপতি সুরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, মল্লারপুর-সহ বিভিন্ন জায়গায় মিছিল, বিক্ষোভ সমাবেশ করা হয়। রাজ্য সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত বদল না করলে আন্দোলনে নামব।”

ভস্মীভূত অফিস
রামপুরহাট স্টেশন সংলগ্ন বিজেপির রেলওয়ে হকার্স মজদুর ইউনিয়নের অফিস শনিবার গভীর রাতে ভস্মীভূত হয়ে গেল। সংগঠনের সভাপতি মনোজ শর্মা এবং এক সদস্য সন্ন্যাসী দাস জানান, ৮ মাস আগে বাঁশ দিয়ে অফিসটি তৈরি করা হয়। খুব শীঘ্রই উদ্বোধন হওয়ার কথা ছিল। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলে যোগ
রামপুরহাট থানার বেলপাহাড়িতে শুক্রবার এক অনুষ্ঠানে কিছু বিজেপি কর্মী-সমর্থক এবং কয়েক জন সিপিএম সমর্থক তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ১ ব্লক সভাপতি আনারুল হোসেন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে এবং তৃণমূলের প্রতি ভরসায় বিজেপি ও সিপিএম ছেড়ে ওই সব কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

যাত্রী সেজে লুঠ
যাত্রী সেজে অ্যাম্বুল্যান্সে উঠে অন্য যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ছিনতাই করল দুষ্কৃতীরা। শনিবার রাতে নলহাটির রাজগ্রাম সড়কে নলহাটি থানার ডিহা গ্রামের কাছে ঘটনাটি ঘটে। ওই রাস্তায় পুলিশি নজরদারি বাড়ানো হবে বলে নলহাটি থানার ওসি সন্দীপ চট্টরাজ জানিয়েছেন।

দোকানে চুরি
গেটের তালা ভেঙে তিনটি দোকান থেকে বেশকিছু সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে লাভপুরের চৌহাট্টা বাসস্ট্যান্ড ও হাটতলা এলাকায় মোট চারটি দোকানে চুরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.