সংস্কৃতি যেখানে যেমন
সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা
রবিবার থেকে উত্তর ২৪ পরগনার হাবরার মছলন্দপুরে স্থানীয় বয়েজ ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ৪৬তম সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা। ক্লাবের মাঠে আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ দিন ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রতিযোগিতার মধ্যে থাকছে বসে আঁকো, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি। মহিলাদের জন্য রয়েছে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও হাঁড়িভাঙা প্রতিযোগিতা। এছাড়াও থাকছে ছবি ও বাণীতে রবীন্দ্রনাথ বিষয়ক প্রদর্শনী। উৎসবের অন্যতম আকর্ষণ নাটক। হাবরার নান্দনিক সংস্থার ‘চাঁদের গায়ে’, দত্তপুকুরের দৃষ্টি সংস্থার ‘জুতা আবিস্কার’, চাতরার নান্দনিক শিল্প গোষ্ঠীর ‘তাসের দেশ’, গোবরডাঙার নকসার ‘সুভা’, কলকাতার কালপুরুষ সংস্থার ‘প্রাণের মানুষ’, বহরমপুরের রঙ্গাশ্রম সংস্থার ‘সন্তাপ’ নাটক মঞ্চস্থ হবে। এছাড়াও বাউল, ম্যাজিক শো, মূকাভিনয়েরও ব্যবস্থা রয়েছে। শেষ দিন থাকছে বিচিত্রা অনুষ্ঠান। উৎসব কমিটির সম্পাদক অজিত সাহা জানিয়েছেন সুুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।

গোবরডাঙায় জেলা শিশু উৎসব
রবিবার থেকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শুরু হয়েছে জেলা শিশু উৎসব। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের আয়োজক স্থানীয় নাট্যসংস্থা ও রবীন্দ্র নাট্যসংস্থা। উৎসবে সহায়তা করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য-সংস্কৃতি মন্ত্রক। এ দিন সকালে স্থানীয় গড়পাড়া বিধান স্মৃতি সঙ্ঘের মাঠে উৎসবের সূচনা হয় ছৌ নাচের মাধ্যমে গণেশ বন্দনা দিয়ে। উদ্ধোধন করেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত। উৎসবে থাকছে শিশু-কিশোর চিত্র প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলা ও যন্ত্রসঙ্গীত। এ ছাড়া থাকছে শিশু বিজ্ঞান মডেল প্রদর্শনী, মূকাভিনয়, শিশুদের নাটক প্রভৃতি। আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার। উৎসব কমিটির তরফে বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, “উৎসবে দু’হাজার শিশু যোগ দিয়েছে। শিশুদের বহুমুখী শিল্প ও সাংস্কৃতিক প্রতিভাকে তুলে ধরতেই এই উৎসব।”

পত্রিকা, গ্রন্থ প্রকাশ
সম্প্রতি সাংস্কৃতিক সংস্থা ‘বিবর্তন’-এর পক্ষ বিশেষ সংখ্যা হিসাবে ‘শিশুসংখ্যা’ পত্রিকা প্রকাশ করা হয়। এ ছাড়া প্রকাশিত হয় তুষার গুহ-র ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ গ্রন্থ। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন অমিয় বন্দ্যোপাধ্যায়, জয়ন্তী চট্টোপাধ্যায়, মাধবী বন্দ্যোপাধ্যায়, তপন বিশ্বাস, নরেশ বিশ্বাস, আব্দুর বর প্রমুখ।

সম্মেলন বসিরহাটে
সম্প্রতি ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেনটেটিভ (এ ডব্লু বি এস আর ইউ) এর দ্বাদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল উত্তর ২৪ পরগনায় বসিরহাট মহকুমায় সাধারণ পাঠাগারে। এক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের সম্পাদক সুমন দে। সম্মেলনে বিভিন্ন বক্তারা রাজ্য সরকারের কাছে ন্যূনতম মজুরির দাবি জানান। সমস্ত কোম্পানিতে মেডিক্লেম চালু করার দাবিও জানানো হয়েছে।

‘কোথায় কী’ বিভাগে প্রকাশের জন্য অন্তত
১০ দিন আগে অনুষ্ঠানসূচি পাঠান এই ঠিকানায়
আনন্দবাজার পত্রিকা
জেলা দফতর,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা- ৭০০ ০০১।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.