টুকরো খবর
বিস্ফোরক, বোমা উদ্ধার উলুবেড়িয়ায়
মঙ্গলবার উলুবেড়িয়ার হীরাপুর পঞ্চায়েত এলাকার মিদ্যাপাড়া থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক (আইইডি) উদ্ধার করল পুলিশ। এ ছাড়াও উদ্ধার হয়েছে ১২০টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ একটি বাড়ির পিছনে ড্রামের ভিতরে বোমাগুলি পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। ড্রামটি মাটিতে পোঁতা ছিল। মুরগি মাটি খোঁড়ার সময়ে ড্রামটি দেখা যায়। কাছেই হীরাপুর পঞ্চায়েত কার্যালয়েই রয়েছে পুলিশ ফাঁড়ি। সেখানে খবর যায়। পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় বোমা বিশেষজ্ঞদের। ড্রাম থেকে বোমাগুলি উদ্ধার করার সময়ে কিছুটা দূরে দেখতে পাওয়া যায় একটি বিস্ফোরকের সলতে। মাটি খুঁড়ে দেখা যায় প্রায় ২ কিলোগ্রাম বিস্ফোরকে ঠাসা একটি বাক্স। তার সঙ্গেই লাগানো রয়েছে সলতেটি। বোমা বিশেষজ্ঞেরা পরীক্ষা করে জানিয়ে দেন এটি আইইডি। আজ বুধবার এটিকে নিস্ক্রিয় করা হবে। সে সময়েই জানা যাবে এর ক্ষমতা কতটা ছিল। জেলা পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “কারা বোমা, রিভলভার এবং বিস্ফোরক রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

তৃণমূল নেতার ‘বাধায়’ থমকে কাজ
এক তৃণমূল নেতার বাধায় কাজ হল একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে চাঁপাডাঙ্গা এলাকায়। গ্রামবাসীরা মঙ্গলবার পুলিশ-প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। চন্দননগরের মহকুমাশাসক অভিজিৎ মিত্র বলেন, “মাপজোক নিয়ে সমস্যা হয়েছিল। অনেকটাই সমাধান হয়েছে। আলোচনা করে বাকিটা মেটানো হবে।” লিখিত অভিযোগে গ্রামবাসীরা জানান, চাঁপাডাঙ্গা সাঁকোপট্টি থেকে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি কাঁচা নর্দমা ১০০ দিনের কাজের প্রকল্পে সংস্কার শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে। এ দিন সকালে তাঁরা জানতে পারেন, চৈতন্য ঘোষ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাধায় সেই কাজ বন্ধ। অভিযোগ, গ্রামবাসীরা এ ব্যাপারে জানতে চাইলে চৈতন্যবাবু এবং তাঁর সাগরেদরা গালিগালাজ করেন। তরুণীর শ্লীলতাহানির চেষ্টা হয় বলেও অভিযোগ। রীতা বাউড়ি নামে এক মহিলা বলেন, “চৈতন্য আমার দুই মেয়েকে মারধর করে। অসভ্যতা করে। বাধা দিলে আমাকেও মারে ওরা।” অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে চৈতন্যবাবু বলেন, “সরকারি নমিনি হিসাবে ওই প্রকল্পের দেখভালের দায়িত্ব আমার। গ্রামোন্নয়ন কমিটির বৈঠক না ডেকেই কিছু কাজ হয়েছে। সেটা ঠিক হয়নি। তবে, কাজ থমকে, এমনটা হয়নি।” তারকেশ্বরের পুরপ্রধান তথা তৃণমূল নেতা স্বপন সামন্ত অবশ্য বলেন, “উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। দলের অঞ্চল সভাপতিকে বলা হয়েছে আলোচনা করে সমস্যা মেটাতে।”

কংগ্রেসের উদ্যোগে ফুটবল হুগলিতে
কংগ্রেসের ১২৭ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে দলের হুগলি জেলা কমিটির ডাকে ‘সংহতি ফুটবল উৎসব’ চলছে বৈদ্যবাটিতে। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে ওই প্রতিযোগিতার উদ্বোধন হয় গত ২৪ ডিসেম্বর। উদ্বোধন করেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন ফুটবলার রহিম নবি, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, দলের বর্ষীয়ান নেতা তথা প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা আব্দুল মান্নান প্রমুখ।
প্রতিযোগিতায় যোগ দিয়েছে হুগলিরই ৮টি দল। উদ্বোধনী ম্যাচটি হয় বিএস পার্ক এবং ভদ্রেশ্বর সবুজ পরিষদের মধ্যে। টাইব্রেকারে ভদ্রেশ্বরের দলটিকে হারিয়ে দেয় বিএস পার্ক। ২৫ তারিখের খেলায় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ভদ্রেশ্বরের ভবানী সঙ্ঘকে ১-০ গোলে হারায়। ওই দিন মাঠে এসেছিলেন যুব কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর। সোমবার সিঙ্গুর ক্লাব বনাম চন্দননগর সিসি-র খেলায় ট্রাইবেকারে সিঙ্গুরের দলকে হারায় চন্দননগর সিসি। এসেছিলেন প্রাক্তন গোলকিপার তনুময় বসু। জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথ জানান, মঙ্গলবারের খেলায় মুখোমুখি হয় চন্দননগর ওরিয়েন্টাল ক্লাব এবং কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। সেমিফাইনাল হবে আগামী ২৯-৩০ তারিখ। ফাইনাল পয়লা জানুয়ারি।

ব্যবসায়ীর গায়ে অ্যাসিড ছুড়ল যুবক
বন্ধুর কাছে টাকা চেয়ে না পাওয়ায় গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার তোলাফটকে। পুলিশ জানায়, বাসুদেব সাঁতরা নামে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চেয়েছিলেন তাঁরই বন্ধু তিমির মল্লিক। অভিযোগ, এ নিয়ে দু’জনের কথা কাটাকাটির সময়ে হঠাৎই বাসুদেববাবুর গায়ে বালতি করে অ্যাসিড ঢেলে দেন তাঁর বন্ধু। বাইক নিয়ে পালিয়ে যান ওই যুবক। বাসুদেবকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ তদন্ত করছে।

ভূপেন হাজারিকাকে স্মরণ বৈদ্যবাটিতে
গত ১০ ডিসেম্বর বৈদ্যবাটীর শশাঙ্ক বসু ভবনে পানসি সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে প্রয়াত সঙ্গীতশিল্পী ও সুরকার ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পীর জীবন ও কৃতিত্বের উপরে আলোকপাত করা হয়। দ্বিতীয় পর্বে কথায় ও গানে ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক অনুষ্ঠান হয়। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সংস্থার সভাপতি পার্থপ্রতিম মজুমদার।

রজত জয়ন্তীতে ক্লাবের অনুষ্ঠান
খানাকুলের হেলানে একটি ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান রবিবার শেষ হল। স্থানীয় সারদামনি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন করা হয়। এ ছাড়াও, ম্যাজিক প্রদর্শন, নাটক, নৃত্যনাট্য-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্প প্রশিক্ষণ শিবির, আতসবাজি প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা।

দুর্ঘটনায় মৃত্যু
ছোট ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। জখম তাঁর সঙ্গী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুড়াপের মণিপুরে ২৩ নম্বর রুটে। পুলিশ জানায়, মৃতের নাম ইন্দ্রনারায়ণ মল্লিক (৩৫)। বাড়ি তারকেশ্বরের চাউলপট্টিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.