পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। পুলিশ জানায়, তাঁর নাম নারায়ণ ঘোষ (৫০)। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার মাধবপুরে নীলগঞ্জ রোডের উপরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অপরিসর রাস্তায় ওভারট্রেক করতে গিয়েই ঘটনার সূত্রপাত। এ দিন সকালে একটি মোটরচালিত ভ্যানরিকশাকে ওভারট্রেক করতে গিয়ে সেটিকে ধাক্কা মারে একটি ম্যাটাডর গাড়ি। মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি সাইকেলে ধাক্কা মেরে পাশের নয়নজুলিতে উল্টে যায়। সাইকেলে যাচ্ছিলেন নারায়ণবাবু। মোটর ভ্যানটি তাঁর গায়ের উপরে এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারায়ণবাবুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধবপুরের বাসিন্দা নারায়ণবাবু মাছ ব্যবসায়ী ছিলেন।
অন্য একটি ঘটনায়, ম্যাটাডোর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার হাবাসপুরের কাছে চৈতল রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুকুমার সর্দার। বয়স ৩২। বাড়ি স্থানীয় আমলানি গ্রামে। পুলিশ জানায়, এ দিন ভোর সাড়ে ৬টা নাগাদ সাইকেল চালিয়ে চৈতল রোড দিয়ে মুরারিশার দিকে যাচ্ছিলেন সুকুমারবাবু। ওই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডোর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে।
|
পথ অবরোধ হাসনাবাদে
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে ফসল কেনা, সারের মূল্য বৃদ্ধি রোধ করা-সহ কিছু দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভের জেরে হাসনাবাদের চৈতল এবং ন্যাজাট রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সিপিএমের শতাধিক কর্মী-সমর্থক হাসনাবাদের ভেবিয়া এবং ন’পাড়ায় রাস্তা অবরোধ করে। |