টুকরো খবর
মায়াপুরে পর্যটক নিগ্রহের অভিযোগ
বড়দিনের ছুটিতে মায়াপুর বেড়াতে এসে হোটেলে নিগৃহীত হলেন এক ব্যবসায়ী। জুটল ঘাড়ধাক্কাও। এরপরেই ওই ব্যবসায়ী পুলিশের কাছে ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। কাঁথির ওই ব্যবসায়ী কৌশিক পণ্ডা গত ২৬ ডিসেম্বর শান্তিনিকেতন ঘুরে মায়াপুরে আসেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং কাঁথির মহকুমা হাসপাতালের চক্ষু চিকিৎসক রবীন্দ্রনাথ রাউত ও রবীন্দ্রনাথবাবুর ভাইঝি। কৗশিকবাবুরা জানান, তাঁরা ওই দিন বিকেল পাঁচটা নাগাদ হোটেলে গিয়ে তিনটি ঘর নেন। প্রতিটি ঘরের ভাড়া ছিল ৩০০ টাকা করে। তিনি বলেন, “হোটেলের কর্মীরা কিন্তু আমাদের সঙ্গে অসহযোগিতা করছিলেন। প্রথমত ঘর পরিষ্কার করতে চাইছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ আসছেন না দেখে আমরা নীচে নামতে গিয়ে বুঝতে পারি, হোটেলটির পরিবেশ ভাল নয়। আমরা তখন ঠিক করি ওই হোটেলে থাকব না।” কিন্তু সে কথা হোটেলের লোকজনকে বলতে গেলে তাঁরা উল্টে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। কৌশিকবাবু বলেন, “হোটেলকর্মীরা তখন আমাদের গালি দেন, ধাক্কা দেন। শেষ পর্যন্ত গাড়ি রাখার জন্য ৫০ টাকা ধরে মোট সাড়ে ন’শো টাকা জমা দিয়ে বেরোতে পারি সেখান থেকে।” ওই হোটেলের এক কর্মী অখিল দেবনাথ অবশ্য বলেন, “কৌশিকবাবুরাই উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমরা তাঁকে কোনও খারাপ কথা বলিনি, ধাক্কাও দেওয়া হয়নি। তবে টাকা নেওয়া নিয়ে তর্কাতর্কি হয়েছে।” শীতের ছুটিতে পর্যটন মরসুমের মধ্যেই এই ঘটনায় উদ্বিগ্ন হোটেল ব্যবসায়ীরা। হোটেল মালিকদের রাজ্য সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ সরকার বলেন, “এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। এমন দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে সে দিকে আমরা লক্ষ্য রাখব।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

স্ত্রীকে খুনের অভিযোগ
মায়ের মৃত্যুর পরে।
নিজস্ব চিত্র।
স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ভ্যানচালকের বিরুদ্ধে। কোতোয়ালির যাত্রাপুরের বাসিন্দা নমিতা সরকারকে (৩৪) রবিবার শ্বাসরোধ করে খুনের অভিযোগ তাঁর স্বামী রবেন সরকারের বিরুদ্ধে। সোমবার সকালে বাড়ির দরজায় তালা ঝুলতে দেখেন পড়শিরা। মেয়ের খোঁজ খবর শুরু করেন জয়িতাদেবীর মা সুভদ্রা মল্লিক। সন্দেহ হওয়ায় মঙ্গলবার পড়শিরা বাড়ির তালা ভেঙে তাঁর দেহটি উদ্ধার করেন। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবেন ও নমিতার মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হত। রবেন নমিতাকে মারধরও করত বলে জানিয়েছে তাদের বছর বারোর ছেলে সমরেশ সরকার। দিন কয়েক আগে ছেলেকে নিয়ে নমিতা বাপের বাড়ি চলে যান। রবিবার রবেন তাঁকে ফিরিয়ে আনে। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “অভিযুক্ত পলাতক। সে জুয়া খেলত বলে জানা গিয়েছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছে না।”

সিপিএমের অবরোধ
সিপিএম কর্মী ইসব শেখ খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কান্দি-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম। প্রায় ঘণ্টা খানেকের অবরোধে এলাকায় যানজট তৈরি হয়। সিপিএমের বহরমপুর গ্রাম লোকাল কমিটির তরফে অভিযোগ, গত শনিবার দলীয় কর্মী ইসব শেখকে বোমা-গুলি ছুড়ে খুন করা হয়। তিন দিন পরেও অভিযুক্রদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা এলাকায় থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ। সিপিএমের বহরমপুর গ্রাম লোকাল কমিটির সম্পাদক স্বপন ঘোষ বলেন, “পুলিশ দোষীদের গ্রেফতার করছে না। এর পরেও দোষীরা গ্রেফতার না হলে আমরা আন্দোলনে নামব।” জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।

জাল সিডি উদ্ধার
জাল সিডি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নওদা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার নওদার আমতলা বাজার থেকে ওই সিডিগুলি উদ্ধার করে। ধৃতের নাম আয়ন মণ্ডল ওরফে বাবু।

বাড়িতে লুঠপাট
একটি বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার রাতে চাকদহের রবীন্দ্রনগরের রঞ্জিত দে সরকারের বাড়িতে হানা দেয় তারা। রঞ্জিতবাবু জানান, ওই দিন রাতে বাড়িতে কেউ ছিলেন না। মঙ্গলবার সকালে বাড়িতে ঢোকার সময়ে দেখেন দরজা খোলা। ভিতরে জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।

রানাঘাটে পদযাত্রা

জাতীয় সঙ্গীতের শতবর্ষ উদযাপনে মঙ্গলবার রানাঘাটে একটি পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল। দলের নেতা পিন্টু সরকার বলেন, “আমরা চাই যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠানের পরে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হোক। এ ব্যাপাকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”


বিষক্রিয়ায় মৃত্যু
বিষ-মদ খেয়ে সোমবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে সাগরদিঘির মাঠ খাগড়া গ্রামে। অনন্ত মণ্ডল নামে এক জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের নাম রঘু মাল (৪৮) এবং সুভাষ মণ্ডল (৫০)। অনন্তবাবু বলেন, “গ্রামেরই মদ বিক্রেতা অরুণ রবিদাসের বাড়িতে রবিবার মদ খেয়েছিলাম।”

চাকদহ নাট্যমেলা
চাকদহ পুরসভা ও হ-য-ব-র-ল সংস্থার যৌথ উদ্যোগে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর চাকদহ নাট্যমেলার আয়োজন করা হয়েছিল। নাট্যমেলার উদ্বোধন করেন নির্দেশক ও অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন চাকদহের পুরপ্রধান কনক মৈত্র ও নাট্যকার চন্দন সেন। পাঁচ দিনে ৬টি নাটক মঞ্চস্থ করা হয়।

কল্যাণীতে অনুষ্ঠান
নদিয়ার গয়েশপুরের নেতাজি বিদ্যালয় মঞ্চে স্থানীয় একটি পত্রিকার উদ্যোগে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ধৃত শাশুড়ি
এক মহিলাকে খুনের অভিযোগে শাশুড়ি মহুরা বিবি ও ননদ লুৎফা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাশির হাজরাপোতায় রবিবার রাতে হাসিনা বিবি নামে ওই মহিলার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.