সংস্কৃতি যেখানে যেমন
করিমপুর বইমেলা
আজ বুধবার শুরু হতে চলেছে ১২তম বছরের ‘করিমপুর বইমেলা’। করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মেলা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ৮ পর্যন্ত। মোট ৩৫টি স্টলের মধ্যে বই থাকছে ৩০টি স্টলে। প্রবেশ মূল্য বড়দের জন্য ২ টাকা ও ছাত্রছাত্রীদের জন্য এক টাকা। প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বিনা টিকিটেই বইমেলায় ঢুকতে পারবে।

তেহট্টে অনুষ্ঠান
তেহট্টের ‘আরশিগঞ্জ স্পোর্টস অ্যান্ড কালচারাল ফোরাম’-এর উদ্যোগে গত শনিবার ও রবিবার দু’দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এগারোতম বর্ষের ওই অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, নৃত্য ও কুইজ-সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়। শনিবার বসে কবিগানের আসর।

যুব উৎসব
মঙ্গলবার মুশির্দাবাদ জেলা ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজী মহারাজ। তিন দিনের ওই উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বহরমপুরের মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলাপরিষদের সভাধিপতি পূর্ণিমা দাস-সহ বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসক।

নাট্যোৎসব
গত ১৫-১৬ ডিসেম্বর কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নাট্যোৎসবের আয়োজন করেছিল কৃষ্ণনগরের ‘থিয়েটার অঙ্গন’। প্রথম দিন অনুষ্ঠিত হয় ওই সংস্থার নাটক ‘নিয়তি’ ও নবদ্বীপের তরুণ নাট্যগোষ্ঠীর ‘রমণীমোহন’। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় আয়োজক সংস্থার ‘উল্টে দেখুন পাল্টে গেছি’ ও বগুলার ‘সূচনা’ নাট্যগোষ্ঠীর ’মানুষ তুই’।

বাংলাদেশের নাটক রাড়াঙ। নিজস্ব চিত্র।

নবদ্বীপে বইমেলা
নবদ্বীপ পুরসভার উদ্যোগে একাদশ বর্ষ শ্রীচৈতন্য বইমেলায় অনুষ্ঠিত হল প্রতিযোগিতামূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, অঙ্কন-সহ বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী অংশ নেয়। ১৬-২৫ ডিসেম্বর ১০ দিনের ওই মেলায় প্রতিদিন সন্ধ্যায় পরিবেশন করা হয় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বিভাতি’র অনুষ্ঠান
গত ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ধরে মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর গ্রামে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সংস্থা ‘বিভাতি’র পরিচালিত তৃতীয় বর্ষের অনুষ্ঠান হয় স্থানীয় ‘মণীন্দ্রস্মৃতি সৌধ’ মঞ্চে। আয়োজক সংস্থার সদস্য সদস্যরা নাচ, গান পরিবেশন করেন, অঙ্কন-সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতাও হয় প্রথম দু’দিন। এ ছাড়াও রায়বেশে, গীতিনাট্য ‘শ্যামা’, ঢালি ও ছৌ নাচ পরিবেশন করা হয়। রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী পরিষদের সচিব মতিলাল কিস্কু ছিলেন ওই অনুষ্ঠানের অতিথি।

উৎসব সংখ্যা
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ও নবদ্বীপের রাসকে নিয়ে একটি তথ্য সমৃদ্ধ উৎসব সংখ্যা প্রকাশ করেছে ‘সাহিত্য শৈলী’ পত্রিকা। নদিয়ার ওই দুই বিখ্যাত উৎসবে সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক নিয়ে মূল্যবান প্রবন্ধগুলি ভবিষ্যৎ গবেষণার উপকরণ হতে পারে। প্রকাশ অনুাষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্পাদক বিকাশ বসু ওই সংখাটি তুলে দেন।

স্মৃতি ক্যালেন্ডার
বহরমপুরের চিত্র শিল্পের সংস্থা ‘উদ্ভাস’ প্রয়াত চিত্রশিল্পী দেবব্রত মুখোপাধ্যায়ের জীবন ও কর্মকে ঘিরে ২০১২ সালের ‘ক্যালেন্ডার’ তৈরি করেছে। ওই বিশেষ ‘ক্যালেন্ডার’-এ রয়েছে দেবব্রতবাবুর আঁকা তিনটি ছবি। ওই ৩টি ছবির সঙ্গে উদ্ধৃত রয়েছে সুকান্ত ভট্টাচার্য, পূর্ণেন্দু পত্রী ও প্রতুল মুখোপাধ্যায়ের লেখা কবিতার অংশ বিশেষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.