মেদিনীপুরে দুই পরিবারে বিবাদ, জড়ালেন এডিএম
মেদিনীপুর শহরের বটতলাচকে সোমবার রাতে এক বহুতলে দুই পরিবারের মধ্যে বিবাদের ঘটনায় জড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাসের নাম।
বিবাদ জড়িত যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুর শহর কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌস্তভ বন্দ্যোপাধ্যায় ও ছাত্র পরিষদ নেতা সৌরভ বাগচি। অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মঙ্গলবার কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান ছাত্র পরিষদ সমর্থকেরা।
ওই রাতে স্বপ্না বাগচি ও আশিস দে-র পরিবারের মধ্যে বিবাদ বাধে। স্বপ্নাদেবীর ছেলে সৌরভ ছাত্র পরিষদ নেতা। আর আশিসবাবু অতিরিক্ত জেলাশাসকের আপ্তসহায়ক। পুলিশ জানিয়েছে, তিন তলার বাগচি পরিবার রাতে নানা বিকট আওয়াজ করছিলেন বলে অভিযোগ। তাতে আশিসবাবুর অসুস্থ স্ত্রী সারদাদেবী ঘুমোতে পারছিলেন না। আশিসবাবু স্বপ্নাদেবীদের আওয়াজ বন্ধের আবেদন জানাতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে বাধে মারামারি। তখন সৌরভবাবু যেমন ছাত্র পরিষদ ও কংগ্রেস নেতৃত্বকে ডেকেছিলেন, তেমনি আশিসবাবুও অতিরিক্ত জেলাশাসককে বিষয়টি জানান। অতিরিক্ত জেলাশাসক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তার পরেই ৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এডিএমের অপসারণের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সাইফুল বলেন, “রাতে অতিরিক্ত জেলাশাসক মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের গ্রেফতার করার নির্দেশ দেন। নিজেও হাত তুলেছেন। আমরা তাঁর বদলি ও শাস্তির দাবি করছি।” অন্য দিকে যে আশিসবাবুকে নিয়ে বিবাদ, তিনি বলেন, “আমি নীচে থাকি। আর বাগচিরা তিনতলায়। দো-তলায় কেউ থাকেন না। প্রায়ই শুনি, রাতে খালি গ্যাস সিলিন্ডার দীর্ঘক্ষণ ধরে এ দিক সে দিক গড়ানো হচ্ছে। জোরে হাতুড়ি দিয়েও শব্দ করেন ওঁরা। উপর থেকে আমার ঘর লক্ষ করে নোংরা জলও ফেলেন। বহু বার এ নিয়ে থানায় অভিযোগও জানিয়েছি। আর এ বার শব্দ বন্ধের আবেদন করতে গিয়ে মার খেলাম। আমার অসুস্থ স্ত্রী আমাকে বাঁচাতে যাওয়ায় তাঁকেও মারধর করা হয়। আমি ভয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিই। কিছুক্ষণ পর দেখি দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আতঙ্কে অতিরিক্ত জেলাশাসককে ফোন করি।”
অতিরিক্ত জেলাশাসক বলেন, “আমি যখন পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছই তখন দেখি কয়েক জন লাঠিসোঁটা নিয়ে মারমুখী অবস্থায় রয়েছে। আমি আমার আপ্তসহায়ক-কে ছাড়া কাউকেই চিনি না। রাত ১২টা নাগাদ কারা এ ভাবে লোহার রড ও লাঠি নিয়ে থাকতে পারে! এর থেকেই পরিষ্কার, মারামারির জন্যই ওই জমায়েত। তাই পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিই। কোতোয়ালি থানার আইসি-র সঙ্গে মহিলা পুলিশও ছিল। কাউকেই মারধর করা হয়নি।” ঘটনাস্থল থেকে একটি মোটা লোহার রডও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করা হলে সৌরভ বাগচি ও গৌরব বাগচিকে ১০ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। কৌস্তুভবাবু ও মহিলাদের জামিনের নির্দেশ দেয় আদালত।
এনএসএসের শিবির। ঘাটাল কলেজে এনএসএসের শীতকালীন শিবির চলছে। সাত দিনের এই শিবিরের উদ্বোধন হয় গত শনিবার। ছিলেন ঘাটালের পুরপ্রধান জগন্নাথ গোস্বামী, অধ্যক্ষ ভোলানাথ চট্রোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল, শ্যাম পাত্র প্রমুখ। শিবিরে তিনটি ইউনিটে ৫০ জন করে ছাত্র-ছাত্রী রয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.