টুকরো খবর |
তৃণমূলে দ্বন্দ্ব, ব্লক সভাপতিকে মার বিক্ষুব্ধদের
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
কেশপুরের ‘রোগ’ ক্ষীরপাইতেও। তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ অব্যাহত। এ বার দলের ব্লক সভাপতিকেই মারধর করল বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন। আহত ব্লক সভাপতি চিত্ত পাল দলেরই কিছু নেতা-কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। গোলমালে ৭ জন জখম হয়েছেন।
তৃণমূল সূত্রের খবর, দিন সাতেক আগে ক্ষীরপাই পুর-এলাকায় দলের ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিকেলে হালদারদিঘিতে ২ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলছিল। অভিযোগ, সম্মেলন শুরুর পরেই বিক্ষুব্ধরা হাজির হয়। তার পরেই শুরু হয় গোলমাল। চিত্তবাবুর বক্তব্য, “ওরা প্রথমে এসে সম্মেলন বন্ধ করার জন্য ফতোয়া দেয়। পরে আচমকাই মাইকের তার ছিড়ে দেয়, প্যান্ডেলের বাঁশ ভেঙে দেয়। বাধা দিতে যাওয়ায় শুরু হয় মারধর। আমাকেও মাটিতে ফেলে দিয়ে লাঠিপেটা করে।” গোলমালের খবর পেয়েই অবশ্য হাজির হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশি প্রহরায় শেষ হয় সম্মেলন। এই ঘটনায় তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকেরা বেজায় ক্ষুব্ধ ও হতাশ। তাঁদের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই ক্ষীরপাইয়ে দলে গোষ্ঠীবিবাদ চলছে। নেতৃত্ব তা মেটাতে ব্যর্থ। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “সোমবারের ঘটনাটি শুনেছি। দলীয় ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” |
রাস্তায় ধান ফেলে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে জাতীয় সড়কে ধান ছড়িয়ে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকল ৬০ নম্বর জাতীয় সড়ক। সৃষ্টি হল যানজট। মঙ্গলবার এ ঘটনা ঘটে মেদিনীপুর সদর ব্লকের আবাস এলাকায়। পরে পুলিশ এসে অবরোধ তোলে। সিপিএমের কৃষকসভার নেতৃত্বেই এই আন্দোলন। জেলায় ইতিমধ্যেই সহায়ক-মূল্যে ধান কেনা শুরু হয়েছে। কিন্তু, ধান কেনায় গতি নেই বলেই অভিযোগ। ফলে অভাবী বিক্রি চলছে। সহায়ক-মূল্যে যেখানে ধানের দাম নির্দিষ্ট হয়েছে কুইন্টাল প্রতি ১০৮০ টাকা, সেখানে অধিকাংশ চাষিই ৭০০-৭৫০ টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পশ্চিম মেদিনীপুরে এ বার সহায়ক-মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হয়েছে ১৮০ হাজার মেট্রিক টন। কিন্তু, এখনও পর্যন্ত এর সামান্য অংশই কেনা সম্ভব হয়েছে। ফলে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। ন্যায্য মূল্যে দ্রুত ধান কেনার দাবিতেই এ দিন কেরানিচটি-ধর্মার মধ্যে আবাস এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কৃষকসভা। সড়কের উপরেই ধান ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে, ওই রাস্তায় বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। |
বন্ধ ডেবরার রাস্তার কাজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে-এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীদের একাংশ। এ ঘটনা ডেববার ডুঁয়্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার। লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে ডেবরার বিডিও, স্থানীয় বিধায়ক ও প্রধানকে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। বিডিও মালবিকা খাটুয়া বলেন, “গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষপে করা হবে।” স্থানীয় সূত্রে খবর, ডুঁয়্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগপুরে একশো দিনের প্রকল্পে একটি মোরাম রাস্তা তৈরির কাজ হচ্ছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তার কাজ চলছে। এর ফলে কম সময়ের মধ্যেই রাস্তা বেহাল হওয়ার আশঙ্কা। তাঁদের দাবি, দীর্ঘ দিন পরে যখন মোরাম রাস্তা তৈরি হচ্ছে, তখন ভাল ভাবেই কাজ হোক। এলাকায় একটি নাগরিক কমিটি রয়েছে। ওই কমিটির নেতৃত্বেই শুরু হয়েছে আন্দোলন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অজিত হুই বলেন, “অভিযোগ পেয়েছি। স্থানীয় মানুষের অভিযোগ খতিয়ে দেখব। প্রয়োজনে তদন্ত হবে।” এ দিকে, চাল বিলি নিয়ে এ দিন ডুঁয়্যাতে গোলমাল হয়েছে। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। এ ঘটনা চন্দ্রকোনা শহরের ইলামবাজারের। মৃতের নাম শোভন ঘোষ (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শোভনের বাড়ি আনন্দপুর থানার এলুনি গ্রামে। তবে চন্দ্রকোনা শহরের ঝিরাট হাইস্কুলে পড়াশোনার সূত্রে ওই ছাত্র থাকতেন শহরেরই ইলামবাজারে এক আত্মীয়ের বাড়িতে। তবে খাওয়াদাওয়া করতেন হোটেলে। আত্মীয়বাড়ির যে ঘরে তিনি থাকতেন, সোমবার বিকেলে সেখানেই গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় শোভনকে। পুলিশে খবর দেন তাঁর আত্মীয়েরা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ এটিকে প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে। |
বাস উল্টে আহত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মঙ্গলবার সকালে শালবনির ভাতমোড়ে দুর্ঘটনায় পড়ল একটি যাত্রিবাহী বাস। কমবেশি আহত হয়েছেন ১৫ জন। আহতদের পিরাকাটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ময়না-লালগড় রুটের একটি বাস লালগড় যাওয়ার পথে ভাতমোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। কমবেশি আহত হন ১৫ জন। তবে, কারও আঘাত গুরুতর নয়। |
প্রদর্শনী ও কর্মশালা |
সম্প্রতি ছবির প্রদর্শনী এবং কর্মশালার আয়োজন হয়েছিল খড়্গপুরের ইন্দা বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী, আইআইটি-র অধ্যাপক দেবাশিস দেব, শিক্ষাবিদ তুষার পঞ্চানন-সহ বিশিষ্টেরা। ২৫৭ পড়ুয়ার প্রায় ৪৫২টি ছবি প্রদর্শিত হয়েছে। |
|