তেলের ট্যাঙ্কারের টায়ার ফেটে গুরুতর জখম হল পথচারী এক বালক। মঙ্গলবার বিকেলে সাঁইথিয়া শহরের বোলষণ্ডা কলোনিতে লাভপুর যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ক্ষুদ্ধ জনতা গাড়িটি আটকে রেখে বিকেল সাড়ে পাঁচটা থেকে অনেক রাত পর্যন্ত সাঁইথিয়া-লাভপুর রাস্তা অবরোধ করে রাখেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত বসাক নামের আট বছরের ওই বালকের বাড়ি বোলষণ্ডা কলোনিতে। সে অন্য এক বালকের সঙ্গে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় তেলের ট্যাঙ্কারটির টায়ার ফাটে। হাওয়া ও রাস্তার পাথর ছিটকে বালকটি জখম হয়। আহত বালকটিকে প্রথমে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
|
তৃণমূলে যোগ দিলেন রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের মহম্মদ রফিউদ্দিন। মঙ্গলবার তারাপীঠে তৃণমূলের রামপুরহাট ২ ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়ের কাছে তাঁর আবেদনপত্র জমা দেন। উল্লেখ্য, মহম্মদ রফিউদ্দিন কংগ্রেসের বিরোধীতা করে হাসনকেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য কমিটির কাছে তাঁর প্রস্তাব পাঠাব।” মহম্মদ রফিউদ্দিনের অভিযোগ, “কংগ্রেসের জেলা সভাপতির খামখেয়ালি সিদ্ধান্তের জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি।” কংগ্রেসের জেলা সভাপতি অসিত মালের দাবি, “দল বিরোধী কাজের জন্য বিধানসভা নির্বাচনের আগে দল থেকে মহম্মদ রফিউদ্দিনকে বহিষ্কার করা হয়েছিল। কোথায় গেলেন সে ব্যাপারে কোনও মন্তব্য করব না। তিনি বলেন, “জোটধর্মের যাঁরা বিরোধীতা করেছেন তাঁদের দলে নেওয়ার ব্যাপারে ভাবতে হবে।”
|
রামপুরহাট শহরের দেশবন্ধু রোডের ওপর একটি সোনার দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা চালাল দুষ্কৃতীরা। সোমবার রাতের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালা ভাঙার শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
ধান, গম, ভূট্টার মিনিকিট এবং শীতের ত্রাণ সামগ্রী বিলি করা নিয়ে সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘দলবাজি’ করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। স্বচ্ছ ভাবে বিলি বন্টন করার দাবিতে মঙ্গলবার খাতড়ার সুপুর পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। |