প্রথম জেলা পুলিশ চ্যালেঞ্জ ফুটবল কাপের খেলায় খেতাব জিতল খণ্ডঘোষ থানা। মঙ্গলবার তারা জামালপুরকে ২-১ গোলে হারিয়ে দেয়। খণ্ডঘোষের হয়ে গোল করেন রাজু দেবনাথ। প্রতিযোগিতার সেরা জামালপুরের রাম মালিক। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা অসীত মণ্ডল। এ দিনের ম্যাচের সেরা রাজু। স্পন্দন কমপ্লেক্সে আয়োজিত ফাইনালে উপস্থিত ছিলেন অতীত দিনের ফুটবলার ক্রম্পটন দত্ত, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, মানস ভট্টাচার্য, শ্যামল বন্দ্যোপাধ্যায়, দেবাশিষ কোনার প্রমুখ। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বর্ধমান রেঞ্জের ডিআইজি বাসবকুমার তালুকদার। বিজয়ী দলকে ৫০ হাজার ও বিজিত দলকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রায় দু’মাস ধরে এই প্রতিযোগিতা চলছে। আটটি দলকে বাছাই করে মূল পর্বের খেলা হয়েছে ১৭-২২ ডিসেম্বর বর্ধমান পুলিশ লাইনে। এই প্রতিযোগিতা থেকে বাছাই করা ফুটবলারদের কলকাতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেখান থেকে তাঁরা কলকাতার বিভিন্ন ক্লাবে খেলবেন।” ভাস্করবাবু এ দিন বলেন, “পুলিশের উচিত জেলার স্কুলগুলিকে নিয়ে এই ধরনের প্রতিযোগিতায় আয়োজন করা। তাহলে আমরা অনেক কম বয়েসের প্রতিভাবান ফুটবলারের সন্ধান পাব।” জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “স্পন্দন কমপ্লেক্সের মাঠে জেলার সমস্ত ফুটবল প্রতিযোগিতা হবে। শহরের রাধারানি স্টেডিয়ামকে রাখা হবে শুধু ক্রিকেটের জন্যে।”
|
বালি বোঝাই ট্রাক চলাচলের জেরে রাস্থা খারাপ হয়েছে। এর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ গলসি ১ ব্লকের কিষাণ কংগ্রেস সভাপতি বদরুদ্দোজা মণ্ডলের। সোমবার সন্ধ্যায় শিল্যাঘাটে ঘটনাটি ঘটে। বদরুদ্দোজাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত বলে অভিযোগ তাঁর। মঙ্গলবার হাসপাতালের শুয়ে তিনি অভিযোগ করেন, টানা বালি বোঝাই ট্রাক চলাচলের জেরে শিল্যাঘাট থেকে গলসি পযর্ন্ত রাস্তা খারাপ হয়ে গিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের ‘হুমকি’র মুখে পড়তে হয়। তাঁর অভিযোগ, “স্থানীয় তৃণমূল নেতা সামাদ মোল্লার নেতৃত্বে এক দল দুষ্কৃতী সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমাকে আক্রমণ করে। গাড়ি থেকে নামিয়ে মাঠে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় আঘাত লেগেছে। এ দিকে, গলসি ১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। তাঁর কথায়, “রাস্তার বেহাল দশা নিয়ে আমরাও তো আন্দোলনে নেমেছি। অযথা আমাদের লোকেরা কেন ওঁকে আক্রমণ করতে যাবেন, বুঝতে পারছি না।”
|
একাদশ বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল সিএমএস হাইস্কুলে। মোট ৪০টি বিভাগে যোগ দেন প্রায় ১০০ হাজার প্রতিযোগী। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর ঘোষণা করা হবে শনিবার। |