টুকরো খবর |
ট্রেকারের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ রইল মিনিবাস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
থানায় বাসকর্মীরা। নিজস্ব চিত্র। |
ট্রেকার চালকদের সঙ্গে বচসার জেরে বারাবনি থানার দোমহানিতে প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ করে দেন মিনিবাসের কর্মীরা। মঙ্গলবার বারাবনি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তাঁরা। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফের বাস চলাচল স্বাভাবিক হয়। মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক সুদীপ রায়ের অভিযোগ, “এই রুটে যে ট্রেকারগুলি চলে তাদের কাছে পরিবহণ দফতরের কোনও বৈধ অনুমতি নেই। এ দিন বারাবনির দোমহানি-জামুড়িয়া রুটে মিনিবাসের আগে আগেই ট্রেকার চালানোর প্রতিবাদ করেন কয়েক জন বাসকর্মী। তার পরেই ট্রেকার চালকেরা মনিবাস কর্মীদের মারধর করেন। সেই কারণেই এই রুটের সমস্ত বাস বন্ধ করে বিক্ষোভ শুরু করেন বাসকর্মীরা।” বারাবনি থানার পুলিশ জানিয়েছে, ট্রেকার চালকদের বৈধ অনুমতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।
|
তালা ভেঙে চুরি মন্দিরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি মন্দিরের তালা ভেঙে গয়না ও অন্যান্য সামগ্রী লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে কাঁকসা থানার রাজবাঁধে ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের মামরা এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সিউ কেশ ও ঝন্টু কেশ। চুরি যাওয়া সামগ্রী ও দুষ্কৃতী দলের বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তাঁরা দেখেন, মন্দিরের তালা ভাঙা। খবর পেয়ে কাঁকসা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দলে ৫ থেকে ৬ জন ছিল। তাদের জেরা করে চুরি যাওয়া সামগ্রী ও ওই দলের বাকিদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
|
পরিবহণ খরচ নিয়ে দ্বন্দ্ব মিটল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
প্রায় ২০ দিন পরে সালানপুর এরিয়া ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে ঠিকা সংস্থার দ্বন্দ্ব মিটল। সংগঠনের সভাপতি মুরলী উপাধ্যায় জানান, ইসিএল যেখানে প্রতি টনে ১০৮ টাকা করে পরিবহণ খরচ দেয়, সেখানে ইসিএলের ঠিকা সংস্থা ৭৩ টাকা করে দিচ্ছে। এর প্রতিবাদে পরিবহণ অ্যাসোসিয়েশন কাজ বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত ৭৮ টাকা করে দিতে ঠিকাদার সংস্থা চুক্তিবদ্ধ হলে দ্বন্দ্ব মেটে। এরিয়ার জিএম হরিসাধন মুখোপাধ্যায় জানান, বিষয়টি ঠিকাদার সংস্থাকে মিটিয়ে নিতে বলা হয়েছিল।
|
কৃতীদের অনুদান
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
ইসিএলের পক্ষ থেকে সংস্থার কর্মী পরিবারের কৃতী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়া হল। মঙ্গলবার ডিসেরগড় ক্লাবে ১৭৪ জন পড়ুয়াকে এই সাহায্য দেওয়া হয়। ছিলেন ইসিএলের ডিরেক্টর (পার্সোনেল) সুশীল শ্রীবাস্তব। সংস্থার সহকারী জনসংযোগ অধিকর্তা দেবনাথ বন্দ্যোপাধ্যায় জানান, সদর দফতরভুক্ত কর্মী পরিবারকে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা ও ইসিএলের ১৪টি এরিয়া থেকে পৃথক ভাবে এ দিন ১৩৬৭ জন কৃতী পড়ুয়াকে ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৪০ টাকা দেওয়া হয়েছে। প্রতি বছর পঞ্চম থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্র ছাত্রীদের এই অনুদান দেওয়া হয়।
|
কিশোরের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরের। দুর্গাপুরের এ-জোনের নেহেরু অ্যাভিনিউ এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালী ঘোষ (১২)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে কালীর মুখ দিয়ে গ্যাঁজলা উঠছিল। তবে তার কোনও শারীরিক সমস্যা ছিল না বলে দাবি তাঁর পরিবারের লোকজনদের। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
|
গাড়ি চুরি, ধৃত পাঁচ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গাড়ি চুরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। তাদের জেরা করে একটি আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের হদিস মিলেছে বলে দাবি পুলিশের। প্রথমে শেখ বাপি নাম এক জনকে সালানপুর এলাকা থেকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ধরা হয় আরও ৪ জনকে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সালানপুর থানার বনজেমারি এলাকার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে বেশ কয়েকটি মোটরবাইক চুরি যায়। পুলিশ তল্লাশি চালিয়ে সালানপুর থেকে ওই চক্রটির ‘পান্ডা’ শেখ বাপিকে পাকড়াও করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
|
কর্মী-বচসা, বন্ধ বাস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রেকার চালকদের সঙ্গে বচসার জেরে বারাবনির দোমহানিতে বাস চলাচল বন্ধ করে দেন মিনিবাসের কর্মীরা। মঙ্গলবার বারাবনি থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাস চলাচল স্বাভাবিক হয়। মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক সুদীপ রায়ের অভিযোগ, “এই রুটে যে ট্রেকারগুলি চলে তাদের বৈধ অনুমতি নেই। এ দিন ট্রেকার চালানোর প্রতিবাদ করেন বাসকর্মীরা। ট্রেকার চালকেরা মনিবাস কর্মীদের মারধর করেন।” পুলিশ জানায়, ট্রেকার চালকদের বৈধ অনুমতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।
|
একাঙ্ক নাটক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চিত্তরঞ্জনের রঞ্জন প্রেক্ষাগৃহে সম্প্রতি শেষ হল ৩৫তম শিশির ভাদুড়ি একাঙ্ক নাটক প্রতিযোগিতা। বাসন্তী ইনস্টিটিউটের পরিচালনায় এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার শেষ দিনে একাধিক বিভাগে শ্রেষ্ঠ স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অন্য দিকে, রবিবার চিত্তরঞ্জনের বাসন্তী ইনস্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। বিভিন্ন বিভাগে প্রায় ৪০০ জন প্রতিযোগী যোগ দেন। তাঁদের মধ্যে পুরস্কৃত করা হয় ১৭৪ জনকে। এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিক হেমন্ত গুঠবোলে প্রমুখ।
|
জন্মোৎসব পালন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শিল্পাঞ্চলের সর্বত্র মঙ্গলবার পালিত হল স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় আসানসোলের চেলিডাঙায়। চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, ছোটদিঘারিতেও দিনটি উদ্যাপিত হয়। |
|