খেলার টুকরো খবর

পাইকার ফাইনাল
পঞ্চায়েত যুব ক্রীড়া খেল অভিযানের (পাইকা) জেলাভিত্তিক কবাডি প্রতিযোগিতার ফাইনালে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল কালনা ১ ব্লক। তারা দুর্গাপুরের ফরিদপুর ব্লককে হারায়। মেয়েদের বিভাগে জয়ী হয়েছে জামালপুর। তারা কাঁকসা ব্লককে হারায়। ফাইনালে যোগ দেওয়া দলগুলির ছেলে-মেয়েদের মধ্যে থেকেই রাজ্যভিত্তিক প্রতিযোগিতার জন্য দল গঠন করা হবে। ২৯ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরায় রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে।

নার্সারি ক্রিকেট
রাধারানি স্টেডিয়ামে নার্সারি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার থেকে। প্রথম ম্যাচে বিনোদিমাধব কোচিং কেন্দ্র ৮ উইকেটে হারিয়েছে জাতীয় সঙ্ঘ কোচিং সেন্টারকে। প্রথমে ব্যাট করে জাতীয় প্রথমে করে ১৬ ওভারে ৭০-৮। জবাবে বিনোদিমাধব করে ১৩.২ ওভারে করে ৭৪-২। দলের অঙ্কন দাস করে অপরাজিত ২৬।

বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স মাঠে চলছে জেলা পুলিশ চ্যালেঞ্জ
কাপের খেলা। মঙ্গলবার ছ্বিটি তুলেছেন উদিত সিংহ।

ভুড়িগ্রামের জয়
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় ভুড়িগ্রাম ৫০ রানে হারায় হরিপুর সিসি-কে। প্রথমে ব্যাট করে ভুড়িগ্রাম ৫ উইকেট হারিয়ে ২০৬ রাzন তোলে। জবাবে হরিপুর সিসি-র ইনিংস ১২৬ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সঞ্জয় বাদ্যকর।

স্মৃতি ক্রিকেট
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেটে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল ঝাড়খণ্ডের কাস্তা একাদশ। তারা মদনপুর আরএন সঙ্ঘকে ২৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে কাস্তা সব উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। জবাবে মদনপুর ১১২ রানের বেশি করতে পারেনি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সুরজউদ্দিন।

প্রথম ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের মঙ্গলবারের খেলায় জয়ী হয় বিধান ভবন। তারা এমএএমসি মাঠের খেলায় ৫০ রানে হারায় একত্রিত এসি-কে। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২১৯ রান তোলে বিধান ভবন। বিজিতেশ গুহ ৬৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৩ বলে ১৬৯ রানে শেষ হয়ে যায় একত্রিত এসি-র ইনিংস।

অনূর্ধ্ব ১৭ ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে জয়ী হল অআকখ কালচারাল ক্লাব। ডিসিআরসি মাঠের খেলায় তারা তানসেন এসি-কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে গেল। প্রসেনজিৎ গড়াই ও আশিস বাউরি গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রতন মাইতি, জিতেন রুইদাস, আশিস দাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।

টি-টোয়েন্টি ক্রিকেট
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় জয়ী হয় শ্যামডি সিসি। তারা ১২ রানে রয়্যাল স্টার ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে শ্যামডি। জবাবে রয়্যাল স্টারের ইনিংস ১২২ রানে শেষ হয়ে যায়। ৩০ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের বাপি মণ্ডল।

জয়ী জুবিন গাঁওতা
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল খেলোয়াড় জুবিন গাঁওতা। মঙ্গলবার তারা সোদপুর আদিবাসী পঞ্চগ্রাম মাঠের খেলায় আদিবাসী পঞ্চগ্রামকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে গেল।

জিতল ঝাঁটিডাঙা
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় ঝাঁটিডাঙা ইউসি ১-০ গোলে শ্যামা সঙ্ঘকে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের জিতেন ওরাঁও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.