গাড়ি চুরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। তাদের জেরা করে একটি আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের হদিস মিলেছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে শেখ বাপি নাম এক জনকে সালানপুর এলাকা থেকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ধরা হয় আরও ৪ জনকে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। শেখ বাপিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সালানপুর থানার বনজেমারি এলাকার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে বেশ কয়েকটি মোটরবাইক চুরি যায়। পুলিশ তল্লাশি চালিয়ে সালানপুর থেকে ওই চক্রটির ‘পান্ডা’ শেখ বাপিকে পাকড়াও করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশের এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, ধৃতদের কাছ থেকে দু’টি মোটরবাইক ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর দাবি, “চক্রটির সঙ্গে জামুড়িয়া ও বীরভূমের আরও কিছু দুষ্কৃতী জড়িত। তাদেরও হদিস মিলেছে। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। ইদানীং তারা গাড়ি চুরির সঙ্গেও জড়িয়ে পড়েছে।”
পুলিশের দাবি, চুরি করা গাড়ি এরা খুব সহজেই ঝাড়খণ্ডে পাচার করে দেয়। সেখানেও চুরির গাড়ি কেনার একটি চক্র রয়েছে।
এ দিকে, রূপনারায়ণপুর অঞ্চলে সম্প্রতি একদল দুষ্কৃতী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁরা থানায় অভিযোগ জানিয়েছেন, রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেবলস কারখানার পাশ দিয়ে যে রাস্তাটি মহাবীর কলোনি পর্যন্ত গিয়েছে, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাই বাড়ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে স্মারকলিপিও দিয়েছেন। ওই রাস্তায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |