রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ও বাজার সমিতির সদস্যেরা। মঙ্গলবার আসানসোল-চিত্তরঞ্জন রোডে সালানপুরের দেন্দুয়া মোড়ের কাছে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে আসানসোল-চিত্তরঞ্জন রোডটি বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তাটি খানা-খন্দে ভরা। স্থানীয় বাজার সমিতির সদস্য দিলীপ দত্তের অভিযোগ, মহকুমা প্রশাসন ও পূর্ত দফতরের কাছে বহু বার এই রাস্তাটি সংস্কারের আবেদন জানানো হলেও কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি তারা। বাধ্য হয়ে তাঁরা এ দিন রাস্তা অবরোধ করেছেন। |
মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ অবরোধ শুরু হয়। এই অবস্থায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পণ্যবাহী লরি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চিত্তরঞ্জন ও আসানসোলগামী যাত্রীবাহী বাস দাঁড়িয়ে পড়ে। অসুবিধায় পড়ে যান সাধারণ যাত্রীরা। ঘন্টা দুয়েক এই অবস্থা চলার পরে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে।
আসানসোল-চিত্তরঞ্জন রোডটি পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র ২-র তত্বাবধানে রয়েছে। সংশ্লিষ্ট দফতরের কার্যনির্বাহী বাস্তুকার প্রণব চট্টোপাধ্যায় জানান, এই রাস্তাটি সংস্কার করতে প্রায় ২০ কোটি টাকা লাগবে। ২০০৯ সালে রাস্তাটি সংস্কার করার জন্য একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে পূর্ত দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনও অনুমোদন আসেনি। তবে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলার জন্য ৬০ লক্ষ টাকার একটি খরচের হিসাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রণববাবু। |