নাচে-গানে শুরু বরাকর উৎসব |
শুরু হল বরাকর উৎসব। শনিবার প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। এই উৎসবে যোগ দিয়েছেন রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন ছাড়াও ঝাড়খণ্ডের নিরসা, পুরুলিয়ার পারবেলিয়া, চেলিয়ামা ও নিতুরিয়ার বহু মানুষও। উৎসবের চার দিনই সন্ধ্যায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার থেকে সকালে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতারও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে কবি-গায়ক সুজিত লায়েকদের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এই উৎসবের সূচনা করেন। প্রথমে ডিসেরগড় রোড সংলগ্ন এলাকায় এই উৎসব হত। ভিড় সামলাতে বছর পাঁচেক আগে থেকে বরাকর শহরের বেগুনিয়া মোড়ে উৎসবটি স্থানান্তরিত করা হয়। বরাকর উৎসবের আয়োজক সংস্থা বেগুনিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক শুভ চক্রবর্তী জানান, নিয়ামতপুর, বার্নপুর, আসানসোলের মানুষজনও এই উৎসবে সামিল হন। এই উৎসবের মধ্যে দিয়ে স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করা হয়। চেলিয়ামার চন্দ্রাণী মজুমদার, নিরসার বিউটি ধর, কুলটির রাহুল মুখোপাধ্যায়দের কথায়, “প্রতিভাবান শিল্পীদের এমন সুযোগ দেওয়ায় উৎসব কমিটির কাছে আমরা কৃতজ্ঞ।” আজ, সোমবার সন্ধ্যায় রয়েছে কলকাতার নিলাদ্রি সেনের সেতার ও দেবাশিস সরকারের তবলার যুগলবন্দি। শেষ দিন, মঙ্গলবার বর্ধমানের কুলটি পুরসভার তরফে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে।
|
মাওবাদী নামে হুমকি, গ্রেফতার ১ |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মাওবাদী দাবি করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে এক যুবককে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেফতার করল। শুক্রবার রাতে বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহেব রুইদাস। সে সারেঙ্গার বাসিন্দা। শনিবার তাকে বাঁকুড়া আদালতে তোলা হলে আদালত তাকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাঁকুড়া শহরের একটি বেসরকারি প্যাথোলজি সেন্টারে সে নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে ফোন করে হুমকি দেয়। অভিযোগ, ওই যুবক মোটা টাকা দাবি করেছিল। গত ৩০ নভেম্বর প্রথম ফোন আসে। মাওবাদী বন্ধের দিনে সেন্টার খুলে রাখার জন্য হুমকি দেওয়া হয়। বনধ্ উপেক্ষা করার জন্য ২০ হাজার টাকা ‘জরিমানা’ হিসেবে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না জমা পড়ায় ফের হুমকি ফোন আসে। ৫ ডিসেম্বর ফের ফোন করে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে সেন্টারের ফোনে কলার আইডি লাগানো হয়। সেই নম্বর দিয়ে বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এরপর কখনও এসটিডি বুথ থেকে, কখনও নানা মোবাইল ফোন থেকে হুমকি আসত। হুমকির ফোন আসা মোবাইল নম্বরটি ট্র্যাক করে শুক্রবার রাতে সাহেবকে গ্রেফতার করে পুলিশ। বাঁকুড়া পুলিশ সুপার প্রণবকুমার বলেন, “পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের সঙ্গে মাওবাদীদের সর্ম্পক আছে কি না দেখা হচ্ছে।”
|
তিনটি পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়া জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। শনিবার রাতে তিনটি দুর্ঘটনা ঘটে পুরুলিয়া সদর ও কাশীপুর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের অদূরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে অটোরিকশার ধাক্কায় মারা যান মণেশ বাউরি (৫০) নামে এক ব্যক্তি। প্রায় একই সময়ে পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের সামনে গাড়ির ধাক্কায় জখম হন এক ব্যক্তি। তাঁর পরিচয় জানা যায়নি। অন্য দিকে, শনিবার রাতে কাশীপুর-হুড়া সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। কাশীপুর থানার সাহরবেড়িয়া গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর হাঁসদার (৬০)।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া মফস্সল, বলরামপুর, কেন্দা ও পুঞ্চা থানা এলাকায় শনিবার অভিযান চালিয়ে চোলাই, চোলাই তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আবগারি দফতর। জেলা আবগারি দফতরের আধিকারিক শিশিরকুমার দাস বলেন, “২৫০ লিটার চোলাই, চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে।” ডিএসপি (সদর) অংশুমান সাহা বলেন, “তিনটি ঠেক ভাঙা হয়েছে।” |