টুকরো খবর
সাঁইথিয়া আশ্রমে অনুষ্ঠান
নিজস্ব চিত্র।
মা সারদার ১৫৯তম আবির্ভাব দিনটিকে যথার্থ মর্যাদার সঙ্গে পালন করল সাঁইথিয়ার শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। রবিবার সকালে প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তার পরে বিশেষ হোম, পুজাপাট, মায়ের জীবনবেদ আলোচনা, গীতি আলেখ্য, নৃত্য-সহ নানা অনুষ্ঠান হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। উপস্থিত ছিলেন সাঁইথিয়া আশ্রমের সভাপতি স্বামী সারদাত্মানন্দ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী গৌরানন্দ, তারাপীঠ রামকৃষ্ণ আশ্রমের স্বামী কাশীকানন্দ, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের স্বামী সত্যশিবানন্দ প্রমুখ। সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ধ্রুবানন্দ বলেন, “এ দিন দুপুরে প্রায় ২৫০০ জন ভক্তকে পাত পেড়ে প্রসাদ খাওয়ানো হয়। বেশকিছু অনাথ শিশু ও দুঃস্থ লোকজনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। সন্ধ্যায় আরতি ও মনোজ্ঞ অনুষ্ঠান হয়।”

কাজের মান নিয়ে ক্ষোভ
ভবন নির্মাণের শুরু থেকে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন বাসিন্দারা। শনিবার সকালে একজোট হয়ে নলহাটি থানার দত্তকয়া গ্রামে অঙ্গনওয়ানিকেন্দ্রের নির্মীয়মাণ ভবনটি ভেঙে দেন। গ্রামবাসীদের অভিযোগ, মাস দু’য়েক ধরে ভবনটি নির্মাণ হচ্ছে। প্রথম থেকেই কাজের মান নিয়ে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে আপত্তি জানিয়ে আসছিলেন। তার পরে কাজ চালু রেখেছিল ঠিকাদার। ওই দিন গ্রামে ১০০ দিনের প্রকল্পে কাজ করছিলেন গ্রামবাসীদের একাংশ। ওই শ্রমিকেরা অন্য বাসিন্দারা মিলিত ভাবে নির্মীয়মাণ ভবন ভেঙে দেয়। নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল বলেন, “পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন জায়গায় ২ লক্ষ ১৭ হাজার টাকা ব্যায়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের নিজস্ব ভবন নির্মাণের কাজ চলছে। দত্তকয়া গ্রামের ভবনটি সংশ্লিষ্ট বাউটিয়া পঞ্চায়েতের মাধ্যমে নির্মাণ হচ্ছে। নিম্নমানের কাজ নিয়ে গ্রামবাসীদের লিখিত অভিযোগ পাইনি। কী হয়েছে খোঁজ নেব।”

পেটে কাস্তে ঢুকে মৃত শিশু
চাষের জমিতে পেটে কাস্তে ঢুকে মৃত্যু হল এক শিশুর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার মল্লিকপুর গ্রামে। মৃত শিশুটির নাম রচনা বাউরি (৫)। বাড়ি ওই গ্রামেই। তার বাবা মিঠুন বাউরি বলেন, “ছোট ছোট ছেলেদের সঙ্গে আমার মেয়েও ধানের খেতে ধানের মুড়ো কাটছিল। তখন বড়রা কেউ ছিল না। শুনেছি, আচমকা পড়ে গিয়ে মেয়ের পেটে কাস্তে ঢুকে যায়।” রামপুরহাট মহকুমা হাসাপাতালে এ দিন দুপুর আড়াইটে নাগাদ ভর্তি করানো হয় শিশুকন্যাটিকে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। হাসপাতালের শল্য চিকিৎসক দেবব্রত দাস বলেন, “শিশুটিকে খুবই খারাপ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রায় রক্ত শূন্য হয়ে গিয়েছিল। অপারেশন থিয়েটারে আনতেই তার মৃত্যু হয়।”

চালকলে হানা
রামপুরহাট থানার চাকপাড়ায় একটি চালকলে হামলা চালাল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল ওই চালকলে হামলা চালায়। জখম অবস্থায় পাহারাদার, গাড়ির চালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শ্রমিকের মৃত্যু
গুল কারখানায় মেশিনের ফিতেয় শাড়ি জড়িয়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। শুক্রবার রামপুরহাট থানার আখিড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম সন্তোষী দাস (৩০)। তাঁর বাড়ি ওই গ্রামেই। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের রামপুরহাট মহকুমা হাসপাতালে ফিরিয়ে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্মরণসভা
বি আর আম্বেডকরের ৫৬-তম প্রয়াণ দিবস পালন হল দুবরাজপুরে। রবিবার সকালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, স্মরণসভা হয় দুবরাজপুর পুরসভার সভাঘরে। স্থানীয় একটি সংস্থা আয়োজন করেছিল।

পথ পরিক্রমা
আমরি ও বিষমদকাণ্ডে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে শনিবার পথ পরিক্রমা করল ময়ূরেশ্বরের ষাটপলশার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.