পৌষ মেলায় ‘১৪০০ সাহিত্য’ আড্ডা এ বারও বসেছে। ১৮ বছর ধরে চলছে কবিতা, সাহিত্য পাঠের আসর। তিন দিন ধরে চলা এই সাহিত্য আড্ডায় রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিকেরা ভিড় করেছিলেন। অনেক শিল্পী, সাহিত্যিকেরা রাতেই স্টলে থেকে যান।
|
পাঠভবন ও শিক্ষাসত্র থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শনিবার সকালে নিদর্শনপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অথিথি চিত্রশিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। ওই দিন ছোটদের সমাবর্তন উৎসব উদ্যাপিত হয় আম্রকুঞ্জে।
|
বাউল, মনসামঙ্গল, কবিগান, ফকিরদের গান, কীর্তন, সত্যপীরের পাঁচালি নিয়ে মেতে উঠেছে মেলাপ্রাঙ্গণ। অন্য বছরের মতো তাঁদের ঘিরে ভিড় দেশ বিদেশের অতিথিদের। বিভিন্ন জায়গার শিল্পীরা পরিবেশন করেছেন তাঁদের অনুষ্ঠান।
|
পৌষমেলায় এ বার ঠাকুরবাড়ির রান্না নিয়ে স্টল দিয়েছে এলাকার একটি রেস্টুরেন্ট। ঘি ভাত থেকে শুরু করে ইলিশ ভাপা, ছানার তরকারি রয়েছে। ৫০-১৫০ টাকার মধ্যে খাবার পাওয়া যাচ্ছে। বাদ পড়েনি বীরভূমের পোস্তর বড়া।
|
বিশ্বভারতীর ইন্দিরা গাঁধীজাতীয় সংহতিকেন্দ্র লাগোয়া মাঠে শনিবার রাতে বাজির অনুষ্ঠান চলাকালীন আহত হয় স্থানীয় মকরমপুরের বছর পনেরোর বালিকা পিঙ্কি সাহানি। ওই বালিকার নাকে চোট লেগেছে। তাকে বোলপুর থেকে বর্ধমানে পাঠানো হয়েছে। কয়েক বছর আগে এই মেলায় পূর্বপল্লির মাঠে বাজির অনুষ্ঠানে আহত হয়েছিল এক বালিকা।
|
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সিপিএমের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক ঋতুপর্ণ ঘোষ হাজির পৌষমেলায়। |