এক কংগ্রেস নেতার বাড়ি লক্ষ করে এবং দোকানের সামনে বোমা ফাটানোর অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি সিউড়ি ২ নম্বর ওয়ার্ডের। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় অধিকারীর বাড়ি লক্ষ করে বোমা মারা এবং তাঁর দোকানের সামনে বোমা ফাটানোর অভিযোগে আশিস দে নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। আজ, সোমবার ধৃতকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছু নয়। আশিসবাবুকে ফাঁসানো হয়েছে।
কংগ্রেস নেতা সঞ্জয়বাবুর অভিযোগ, “রাত ১টা নাগাদ আশিস দে, রাজা চৌধুরী এবং আরও তিন জন আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। পরে সুপার মার্কেটে আমার দোকানের গেটেও তারা বোমা ফাটায়। এ ব্যাপারে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” তাঁর দাবি, “কংগ্রেস করায় আশিস দে আমাকে ভয় দেখাতে এই কাজ করেছে।” এই ঘটনা নিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অসিত মাল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। অসিতবাবু বলেন, “এ ধরনের দুষ্কৃতী বা সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে।” অন্য দিকে, সিউড়ির পুরপ্রধান তৃণমূলের উজ্জ্বল মুখোপাধ্যায়ের পাল্টা দাবি, “সম্প্রতি পুরকর্মী আশিসবাবুর নেতৃত্বে সিউড়ির দু’টি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হয়েছে। তাই চক্রান্ত করে তাঁকে ফাসানো হয়েছে।” জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।” |