টুকরো খবর
আন্দোলনে তৃণমূল
শহরের চোলাই মদের ঠেক ভেঙে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামবে তৃণমূল। টাউন ব্লক তৃণমূল সভাপতি মিহির দত্তের অভিযোগ, “৩৪ বছরে বাম রাজত্বে নানা জায়গায় তৈরি হয়েছে চোলাই মদের আসর। গ্রামগঞ্জ, চা বাগান থেকে বনবস্তি, সবর্ত্র চোলাইয়ের ব্যবসা চলছে। প্রশাসনের এক শ্রেণির মদতে এই ব্যবসা এত বছর ধরে চলে আসছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ মদকাণ্ডের পরে সমস্ত জায়গায় অভিযান চললে দুষ্কৃতীদের ধরছে না পুলিশ।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “বিষ মদকাণ্ডের পরে আলিপুদুয়ার মহকুমায় নিয়মিত অভিযান চলছে। কালচিনি ও শামুকতলায় অবৈধ মদের ঠেক ভাঙা হয়েছে। হোটেল ও ধাবায় অবৈধ ভাবে মদ বিক্রি বন্ধ হয়েছে।”

মেয়েদের স্কুল ক্রীড়া
স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করল আলিপুরদুয়ার শ্যামাপ্রসাদ বালিকা বিদ্যালয়। বুধবার সকালে আলিপুরদুয়ার জংশন এলাকায় পাঁচটি স্কুলের মেয়েদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা মনোরমা দে সরকার জানান, এ বছর তাঁদের স্কুলের সুবর্ণ জয়ন্তী চলছে। সেই উপলক্ষে স্থানীয় রেলওয়ে গালর্স হাই স্কুল, জিৎপুর গার্লস, নির্মলা গার্লস ও মাঝেরডাবরি স্কুলের মোট ৮০ মেয়েকে নিয়ে এই প্রতিযোগিতা চলছে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়াবিদ হারাধন কুণ্ডুু। উপস্থিত ছিলেন আর এক ক্রীড়াবিদ দীপক কুমার বসু। শিক্ষিকা দুর্গা চৌধুরি ও নন্দা মোচারিরা এ দিন জানিয়েছেন, দৌড়-সহ মোট তিনটি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়।

কুয়োয় বাইক পড়ে দুই কিশোরের মৃত্যু
রাস্তার ধারে একটি কুয়োয় মোটর বাইক সমেত পড়ে গিয়ে আরোহী দুই কিশোরের মৃত্যু হল। বুধবার রাজগঞ্জে ভোলাপাড়ার মোতিরামঝাড় এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতদের নাম রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন। দু’জনের বয়স ১৪-১৫ বছর। এক জন অষ্টম শ্রেণির ছাত্র। রফিকুলের বাড়ি ভোলাপাড়ার নয়াবাড়ি এবং আনোয়ারের বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার গড়ালবাড়ির ফুটকিবাড়ি এলাকায়। আনোয়ারের এক দিদির বাড়ি নয়াবাড়ি এলাকায়। দিন ছয়েক আগে সে দিদির বাড়িতে বেড়াতে আসে। পাশেই রফিকুলের বাড়ি। এ দিন সকালে এক পড়শির মোটর বাইক নিয়ে ফুলবাড়ির জটিয়াকালী এলাকায় যায়। ফেরার পথে মোতিরামঝাড়ের রাস্তার এক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কাঁচা কুয়োতে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দখলদার হটালেন বিডিও
দশ বছর ধরে বেআইনি ভাবে সরকারি জমি ব্যবহার করছিলেন একটি বেসরকারি রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা। অভিযোগ পেয়ে বুধবার ওই সংস্থাকে সরিয়ে দিলেন মাটিগাড়ার বিডিও বীর বিক্রম রাই। এদিন মাটিগাড়া থানার পুলিশ কর্মীদের উপস্থিতিতে সংস্থাটিকে সিলিন্ডার সমেত সরিয়ে দেওয়া হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিবমন্দির এলাকায় রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব পাওয়া সংস্থাটির কোনও স্থায়ী গুদাম নেই। বিডিজ়ও অফিসের সামনের একটি জমি বসে গ্রাহকদের সিলিন্ডার বিলি করেন। সম্প্রতি এই ব্যাপারে অভিযোগ জানান স্থানীয় এক বাসিন্দা। আমরির ঘটনা মতো বিডিও অফিসের মতো ব্যস্ত অফিসে এমন ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে সে প্রশ্ন তোলেন অভিযোগকারী। তার পরেই এ দিন সংস্থাটিকে সরিয়ে দেওয়া হয়। বিডিও বলেন, “মাস দুই হল এসেছি। ঘটনাটি নজরে পড়েনি। অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে চমকে উঠি। গুদাম ভাড়া নিয়ে ওই সংস্থার উচিত গ্রাহকদের সিলিন্ডার সরবরাহ করা। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সংস্থাটিকে এদিন সরিয়ে দেওয়া হয়।”

উচ্ছেদ অভিযান
অভিযান চালিয়ে রাস্তার জায়গা আটকে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করল পুরসভা। বুধবার শিলিগুড়ির সেবক রোডে দুই মাইল এলাকায় ওই অভিযান হয়। চেকপোস্ট মোড় পর্যন্ত রাস্তার জায়গা আটকে বসে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে এ দিন স্থানীয় ব্যবসায়ীদের একাংশের বাধার সম্মুখিন হতে হয়। তরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযান চালাতে সাহায্য করে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তায় জায়গা আটকে থাকা অন্তত ৫০ টি দোকান এ দিন সরিয়ে দেওয়া হয়েছে। তাদের আগাম নোটিস দিয়ে সরে যেতে বলা হয়েছিল। দু দিন আগে পুরসভার তরফে দোকানগুলিকে ফের অনুরোধ জানানো হয়। তাতেও কাজ না হওয়ায় এ দিন অভিযান চালানো হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অবৈধ ভাবে দোকান করে সমস্যা তৈরি করা হয়েছিল। সে জন্য অভিযান চালানো হয়েছে।”

একশো বছর পার
সেন্ট্রাল ব্যাঙ্কের ১০০ বছর উপলক্ষে বুধবার শিলিগুড়ির আশ্রমপাড়ায় রিজিওনাল অফিসে একটি সভা হয়। সভায় ব্যাঙ্কের কাজ নিয়ে আলোচনা করেন রিজিওনাল ম্যানেজার ডিপি সোয়াইন-সহ অন্যরা। ১৯১১ সালে ব্যাঙ্কটি পথ চলা শুরু করে। পরে তা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে ঘোষণা করা হয়। উত্তরবঙ্গে গ্রাহক পরিষেবা বাড়াতেও নজর দিয়েছেন তাঁরা।

আইনি-শিবির
বুধবার শিলিগুড়ি আদালতে কংগ্রেস ল’ইয়ার্স সেলের পক্ষ থেকে আইনি শিবির চালু হল। ৩০ জন নানা বিষয়ে পরামর্শ নেন। তিনদিনের এই শিবির শেষ হবে আজ, শুক্রবার। কংগ্রেস ল’ইয়ার্স সেলের অন্যতম নেতা সুরেশ মিত্রুকা বলেন, “বহু মানুষ অর্থাভাবে মামলা লড়তে পারেন না। অনেকে পরামর্শও পান না। সে কথা মাথায় রেখে শিবিরের ব্যবস্থা হয়।”

জাল নোট-সহ ধৃত
কালচিনি ব্লকের জয়গাঁ শহর থেকে প্রায় তিন লক্ষ টাকার জাল নোট আটক করল পুলিশ। বুধবার বিকেলে জয়গাঁ থানার পুলিশ স্থানীয় সুপার মাকের্ট এলাকায় এক যুবকে গ্রেফতার করে পাঁচশ ও হাজার টাকার জাল নোট আটক করে।

গ্রন্থাগারে প্রতিনিধি নির্বাচন
শিলিগুড়ি মহকুমা গ্রন্থাগার কর্মী সমিতির প্রতিনিধি নির্বাচনে বাম সমর্থিত প্রার্থী চটহাটের রবীন্দ্রনাথ রায় ও খড়িবাড়ির রণজিৎ সরকার জয়ী হন। রবিবার নির্বাচন হয়।

ফাঁসিদেওয়ায় ফার্মাস ক্লাব
ফাঁসিদেওয়া ব্লক কৃষি দফতরের উদ্যোগে বুধবার ফাঁসিদেওয়া এলাকায় ৯ টি ফার্মার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমাশাসক সৌরভ পাহাড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.